E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'আজকের তরুণরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে'

২০১৫ জুন ১৪ ২০:৩৭:৫৭
'আজকের তরুণরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে'

বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বলেছেন, ‘আজকের তরুণরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। তাই তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শ লালন করতে হবে।’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে রবিবার সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ ও কবি রুবী রহমান।

নবীনবরণ উদযাপন কমিটির সদস্য সচিব ড. তুহিন ওয়াদুদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন কলা অনুষদের ডিন ড. নাজমুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. মতিউর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. তাজুল ইসলাম, উদযাপন কমিটির আহ্বায়ক ড. আর এম হাফিজুর রহমান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. মোর্শেদ উল আলম রনি এবং শিক্ষার্থীদের পক্ষে সাদীয়া কবীর ও মো. মোন্নাফ।

নবীনদের উদ্দেশে অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘ভর্তি পরীক্ষার মতো যুদ্ধ জয় করে প্রমাণ করেছ তোমরা মেধাবী। তোমাদের মেধাকে কাজে লাগিয়ে মুক্ত জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের দেশের সেরা হিসেবে গড়ে তুলতে হবে।’

কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘রোকেয়ার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তোমাদের রোকেয়ার সংস্কৃতিচর্চা করতে হবে, কোনো অপসংস্কৃতি নয়। বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন, গবেষণা আর মুক্তচিন্তার প্রসার ঘটাতে হবে। বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের মতো করেই ভাবতে হবে।’

কবি রুবী রহমান বলেন, ‘তোমরা নবীন, তোমাদের কাজই হবে পড়াশোনা আর সাহিত্যচর্চা করা। সাহিত্যচর্চা করলেই তোমরা তোমাদের দেশ, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।’

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(এডি/পিএস/জুন ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test