E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রাবিতে স্বজনের ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’ শুরু

২০১৫ আগস্ট ২৬ ১৬:১২:৫৪
রাবিতে স্বজনের ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’ শুরু

রাবি প্রতিনিধি : রক্ত দানের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বজনের’ আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’ শুরু করেছে। বুধবার সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত মন্নুজান হল শাখা স্বজনের আয়োজনে  হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী আধ্যাপক কামরুন নাহার, বিশেষ অতিথি ছিলেন হল সুপার নিলুফার ইয়াসমিন।

এসময় উপস্থিত ছিলেন, স্বজনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি ইমাম উদ্দিন ইমু, সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল, মন্নুজান হলের সভাপতি সুরভী পারভীন, সাধারণ সম্পাদক আম্বিয়া খাতুন আখিসহ স্বজনের কর্মীরা।

স্বজনের সভাপতি ইমাম উদ্দিন ইমু বলেন, স্বজন সবসময় মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সকলে যেন ব্লাড গ্ররুপ জেনে রক্ত দানে এগিয়ে আসে; এজন্যই আমাদেও এ আয়োজন। এছাড়া হল শাখাগুলোর কার্যক্রমকে গতিশীল করা এবং সবাইকে স্বজন সম্পর্কে ধারনা দেওয়া এ কর্মসূচির উদ্দেশ্য।

উল্লেখ্য ‘এসো মোরা হই স্বজন, থাকবে মোদের রক্তের বন্ধন’ প্রতিপাদ্যে ২০০২ সালের ১২ আক্টোবর রাবিতে স্বজন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সারা দেশে তাদের ১০ হাজারের অধিক কর্মী রয়েছেন এ সংগঠনটির। প্রতি মাসে স্বজন গড়ে দুই’শ ইউনিট রক্ত দান করে থাকে।

(কেআই/এএস/আগস্ট ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test