E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাবিতে ভর্তি হতে এসে জালিয়াতি সন্দেহে শিক্ষার্থী আটক

২০১৫ ডিসেম্বর ১২ ১৬:২০:৩৮
রাবিতে ভর্তি হতে এসে জালিয়াতি সন্দেহে শিক্ষার্থী আটক

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ওএমআর সিটে হাতের লেখার মিল না থাকায় ভর্তি হওয়ার সময় জালিয়াতি সন্দেহে এক ভর্তিচ্ছুকে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। আটককৃত ওই শিক্ষার্থীর নাম এখলাছুর রহমান। তার বাসা নঁওগা জেলার ঝামুর হাট এলাকায়।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় মমতাজ উদ্দিন কলা ভবনে সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত আর্ন্তজাতিক সম্পর্ক বিষয়ে ভর্তি হওয়ার সময় এ ঘটনা ঘটে। আটককৃত শিক্ষার্থীর ‘ই’ ইউনিটের জোড় রোলধারীদের মধ্য ধেকে ৪২তম স্থান অধিকার করেছিলেন। আর আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগে ভর্তির সময় ৮ম স্থানে ছিলেন বলে জানা গেছে।

আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের সভাপতি প্রফেসর আবুল কাশেম বলেন, পরীক্ষার সময় ওএমআর সিটে লেখা থাকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে যেকোন দুটি বাক্য লেখ। পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীকে ভাইবার সময় আবারো শনাক্ত করার জন্য ওই বিষয়টি লিখতে দেয়া হয়। সে হিসেবে এখলাছুর রহমান নামে ওই শিক্ষার্থী আর্ন্তজাতিক বিভাগে ভর্তি হতে আসলে তার প্রয়োজনীয় কাগজসমূহ দেখাতে বলি। পরে ওই শিক্ষার্খীকে যাচাই-বাচাই করার জন্য বলা হয় যে, সে কোন ভবনে পরীক্ষা দিয়েছে, তার রোল কত, ভর্তি পরীক্ষায় স্থান কত তম ছিল। এ সকল প্রশ্নের কোন জাবাব দিতে পরে না। এমনকি সর্বশেষ ওএমআর সিটে যে দুটি বাক্য লিখছিল তাও বলতে পারে না। ভর্তি পরীক্ষা সমন্ধে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করা হলে কিছু পারবে না বলে জানায়। শেষে তার হাতের লেখার সাথে মিলাতে গেলে সম্পূর্ণ গড়মিল পাওয়া যায়। এ বিষয়ে তাকে সন্দেহ হলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে খবর দিলে তাঁরা তাকে নিয়ে যায়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. তারিকুল হাসান বলেন, বিভাগের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে প্রক্টর অফিসে আনা হয়েছিল। তার বিরুদ্ধে বিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশে দেয়া হয়েছে। যদি কোন অভিযোগ পাওয়া যায় তাহলে মামালা করে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

মতিহার থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এখলাছুর রহমান নামে এক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় জালিয়াতি করেছে এমন অভিযোগে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ তাকে পুলিশের হাতে সোর্পদ করেছে। আটককৃত শিক্ষার্থকে এখন থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগে এবার জোড় ও বিজোড় রোলধারীদের মধ্য থেকে মোট ৩০ জনকে ভর্তি করা হবে। ভর্তি কার্যক্রম গত ১০ তারিখ থেকে শুরু হয়েছে বলে জানা যায়।

(এমএইচএস/এইচআর/ডিসেম্বর ১২, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test