E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাবিতে শিক্ষক সমিতির কর্মবিরতি পালন

২০১৫ ডিসেম্বর ২৭ ১৮:০৭:০৯
রাবিতে শিক্ষক সমিতির কর্মবিরতি পালন

রাবি প্রতিনিধি:অষ্টম জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গ্রেড ও মর্যাদা রক্ষা করার দাবিতে পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি। এছাড়াও সরকার  ও দেশ বাসীর কাছে শিক্ষক সমাজের সামনে বক্তব্য তুলে ধরতে রবিবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামেন এক সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমমিতি (রাবিশিস)। যথাযোগ্য মর্যাদা দেয়া না হলে লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণাও দেন শিক্ষকরা।

এসময় শিক্ষকদের নিয়ে অর্থমন্ত্রীর দেয়া বক্তব্যেরও কঠোর সমালোচনা করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংবাদ সম্মেলন ও দিনব্যাপী কর্মবিরতি পালন করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর রেজাউল করিম বলেন, অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতনসহ সব ধরনের সুযোগ-সুবিধা সংকুচিত করা হয়েছে। আমরা শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষার্থে দাবি জানিয়ে আসছি। শিক্ষকদের যৌক্তিক দাবিকে অর্থমন্ত্রী ‘অজ্ঞতাপ্রসূত’ বলেছেন। এটা শিষ্টাচারের মধ্যে পড়ে না।
তিনি আরো বলেন, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বারংবার দেয়া প্রতিশ্রুতি সত্ত্বেও ঘোষিত অষ্টম জাতীয় বেতনকাঠামোর গেজেটে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গ্রেড ও মর্যাদা সমুন্নত রাখার কোন সুস্পষ্ট ঘোষণা না থাকায় আমরা ক্ষুব্ধ ও মর্মাহত।

সমিতির সভাপতি প্রফেসর আনন্দ কুমার সাহা বলেন, গেজেটভুক্ত বেতন কাঠামোতে জাতীয় অধ্যাপকদের সিনিয়র সচিবদের সমতুল্য করা হয়েছে। তাদের প্রাপ্য সম্মানটুকু দেয়া হয়নি। এটা আমাদের জন্য লজ্জাকর ও অবমাননাকর।

সংবাদ সম্মেলনে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাতিল সিরাজ, সদস্য ড. আবদুল আলীম, ড. মিজানুর রহমান খান, প্রফেসর আনসার উদ্দীন, সৈয়দা নুসরাত জাহানসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।


(আইএইচএস/এস/ডিসেম্বর২৭,২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test