E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাঁচদিনের কর্মবিরতির ডাক দিলেন জাবি শিক্ষক সমিতি

২০১৫ ডিসেম্বর ২৭ ২০:২০:৩৬
পাঁচদিনের কর্মবিরতির ডাক দিলেন জাবি শিক্ষক সমিতি

জাবি প্রতিনিধি : শিক্ষকদের অষ্টম জাতীয় বেতন কাঠামোর প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এবং বেতন-বৈষম্য দূরীকরণ ও মর্যাদা রক্ষার দাবিতে পাঁচদিনের সর্বাত্মক কর্মবিরতির ডাক দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি। রবিবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান সেমিনার এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সোমবার থেকে আগামী ২ জানুয়ারি (শনিবার) পর্যন্ত এ কর্মবিরতি পালন করবে শিক্ষকরা।

তবে ভর্তি পরীক্ষা এ কর্মসূচির আওতা মুক্ত থাকবে বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার। সংগঠনের সভাপতি অধ্যাপক ড. খবির উদ্দিন বলেন, অবিলম্বে এ সকল অসঙ্গতি দূর করে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখতে হবে। প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে উদ্ভুত যে কোনো পরিস্থিতির জন্য শিক্ষকরা কোনো দায়ভার গ্রহণ করবে না।

এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

(ওএস/পি/ডিসেম্বর২৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test