E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১৯ মার্চ রাবি’র ইসলামের ইতিহাস বিভাগের হীরক জয়ন্তী

২০১৬ ফেব্রুয়ারি ০৩ ১৭:২২:৩৫
১৯ মার্চ রাবি’র ইসলামের ইতিহাস বিভাগের হীরক জয়ন্তী

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের হীরক জয়ন্তী ও পূণর্মিলনী আগামি ১৯ মার্চ। বুধবার বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান বিভাগের সভাপতি অধ্যাপক মো. আজিজুল হক।

সংবাদ সম্মেলনে বিভাগের সভাপতি বলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৬০ বছর পদার্পণ উপলক্ষে আগামী ১৯ মার্চ শনিবার হীরক জয়ন্তী ও প্রথমবারের মতো পূণর্মিলনীর আয়োজন করতে যাচ্ছে।

এ সম্মেলনে অংশগ্রহণ করতে সদস্যদের ১ হাজার ২০০ টাকা এবং তাদের সন্তানদের ৬০০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে (আবাসন ও আপ্যায়নসহ)। এদিকে পূণর্মিলনী সদস্য এবং অংশগ্রহণ করতে ১ হাজার ৫০০ টাকা, আজীবন সদস্য হতে ৬ হাজার টাকা (এককালিন), অনার্সে অধ্যয়নরত সহযোগী সদস্যদের ১ হাজার ২০০ টাকা দিয়ে নির্ধারিত ফরম পূরনের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ করতে পারবে।

তিনি আরও বলেন, সকল ধরনের সদস্য ফি ইসলামের ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সঞ্চয়ী হিসাব নং-০২০০০০৫৮০৫০১৮ অগ্রণী ব্যাংক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় জমা দিতে হবে। নির্ধারিত ফরম পূরণ শেষে ফেব্র“য়ারি মাসের ১৫ তারিখের মধ্যে বিভাগে পৌঁছাতে হবে। এ ফরম সরাসরি বিভাগ বা বিভাগের ওয়েবসাইট িি.িৎঁ.ধপ.নফ/রযপ থেকে ডাউনলোড করে পূরণ করা যাবে।

১৯ মার্চ অনুষ্ঠানের সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৯টায় বিভাগের সামনে উদ্বোধন ঘোষণা, সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, ১০টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উদ্বোধনী উনুষ্ঠান ও আলোচনাসভা, ১টা ৩০ মিনিটে দুপুরের খাবার, ২টা ৩০ মিনিটে স্মৃতিচারণ, সাড়ে ৪টায় পূণর্মিলনী সাধারণসভা ও কমিটি গঠন, বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত সাড়ে ৮টায় রাতের খাবার।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক ফজলুল হক, অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক মুহিবউল্ল্যাহ ছিদ্দিকী, অধ্যাপক শামসুজ্জোহা এছামী, অধ্যাপক কাজী মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

(কেআই/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test