E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাবি উপাচার্যের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সাক্ষাৎ

২০১৪ জুন ০২ ২০:২৬:৪৪
ঢাবি উপাচার্যের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি : কলকাতা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. অনিতা মুখার্জীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন - অধ্যাপক ড. সুমিতা ঝা এবং অধ্যাপক ড. তিমির বরুণ ঝা।

সোমবার দুপুরে ঢাবি উপাচার্য কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: ইমদাদুল হক এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শেখ শামীমুল আলম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে আলোচনা করেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান।

(ওএস/এস/জুন ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test