E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত সিকৃবি ক্যাম্পাস

২০১৬ এপ্রিল ১১ ১৬:০৪:৩২
শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত সিকৃবি ক্যাম্পাস

সিলেট প্রতিনিধি : শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। টানা ক্লাস বর্জনসহ ধর্মঘট প্রত্যাহার করে ক্লাসে ফিরেছেন সিকৃবির শিক্ষকরা। টানা ২৫ দিন পর অচলাবস্থা কেটেছে বিশ্ববিদ্যালয়ের। রবিবার থেকে শিক্ষকরা তাদের আন্দোলন স্থগিত করলে আবারও সচল হয় ক্যাম্পাস।

এর আগে শিক্ষক নিয়োগ নিয়ে প্রক্টর ও রেজিস্ট্রারের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বিগত মাসের ১৬ মার্চ থেকে শিক্ষকরা ক্লাস-পরীক্ষা বর্জন করে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছিল।

সিকৃবিতে শিক্ষক নিয়োগ নিয়ে গত ১৫ মার্চ রাতে প্রক্টর আবদুল বাছেত ও রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবের মধ্যে অনাকাঙ্কিত এক অপ্রীতিকর ঘটনা ঘটে। উক্ত ঘটনার জের ধরে প্রক্টরের পক্ষে শিক্ষকরা এবং রেজিস্ট্রারের পক্ষে কর্মকর্তা-কর্মচারীরা সকল প্রকার প্রসাশনিক কাজ থেকে নিজেদের সরিয়ে নেয়। কর্মকর্তা কর্মচারীরা ২০ মার্চ থেকে নিজের ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফিরলেও শিক্ষকরা ধর্মঘট অব্যাহত রাখেন । ফলে বিশ্ববিদ্যালয় স্থবির হয়ে পড়ে। ক্লাস-পরীক্ষা না হওয়ায়, শিক্ষার্থী হলে খাবার বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ে বেশিরভাগ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে চলে যান।

এ অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় বিশ্ববিদ্যালয়কে নিয়ে আসতে সিলেটের জ্যোষ্ঠ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসে সমস্যা সমাধানে।

যার ফলশ্রুতিতে রবিবার থেকে শিক্ষকরা ধর্মঘট প্রত্যাহার করে ক্লাসে ফিরেন এবং বিশ্ববিদ্যালয় এর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয় ।

(এএসএ/এএস/এপ্রিল ১১, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test