E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাবির হলে গভীর রাতে পুলিশের অভিযান

২০১৪ জুন ০৭ ০৮:৪২:৪৯
ঢাবির হলে গভীর রাতে পুলিশের অভিযান

ঢাবি প্রতিনিধি : অবৈধ অবস্থান, বহিরাগতদের চিহ্নিত করা এবং মাদকদ্রব্যসহ অবৈধ অস্ত্র উদ্ধারে শুক্রবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়  প্রশাসন ও অর্ধশতাধিক পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে তল্লাশি চালিয়েছে ।

জানা যায়, এতে ছয়জন বহিরাগতকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে প্রায় অর্ধশতাধিক পুলিশ আচমকা হলের মধ্যে প্রবেশ করে এবং হলের বিভিন্ন রুম তল্লাশি করতে থাকে। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি আশপাশের হলে জানাজানি হলে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হলে এসে ভীড় জমায়।

ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী জানান, হলের আবাসিক শিক্ষার্থীরা বিভিন্নভাবে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আশপাশের কলেজের শিক্ষার্থী এবং চাকরিজীবী ও ব্যবসায়ীদের টাকার বিনিময়ে হলে রাখছে। এছাড়া বিভিন্ন অবৈধ দ্রব্যও রাখা হচ্ছে। এমন তথ্য আমাদের কাছে আসে। আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ নিয়ে তল্লাশি করি। এতে ছয়জন বহিরাগতকে আটক করা হয়েছে।

এছাড়া তিনি বলেন, বহিরাগতরা বিষয়টি টের পেয়ে তল্লাশির আগেই হল ত্যাগ করেছে। তবে অন্যকিছু পাওয়া যায়নি বলে তিনি জানান।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অবৈধ দ্রব্য ও বহিরাগতকে আটক করার জন্য হলে তল্লাশি চালানো হয়েছিল। এতে বহিরাগত ছয়জনকে আটক করা হয়েছে।

(ওএস/জেএ/জুন ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test