E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাবিতে আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র স্থাপনের প্রস্তাব

২০১৪ জুন ০৯ ২০:৫৯:৫৮
ঢাবিতে আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র স্থাপনের প্রস্তাব

ঢাবি প্রতিনিধি : ব্রিটিশ ইনস্টিটিউট অব টেকনোলজি এন্ড ই-কমার্স-এর অধ্যাপক ফার্মার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময় তিনি ঢাবিতে তার ইনস্টিটিউটের অর্থায়নে একটি আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র স্থাপনের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে প্রস্তাব করেন।

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের অফিসে এক সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ ইনস্টিটিউট অব টেকনোলজি এন্ড ই-কমার্স-এর মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন স্থাপিত বিভাগগুলোর জন্য বিশেষ করে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ, সমুদ্রবিজ্ঞান বিভাগ এবং টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যায়ন বিভাগের জন্য অধ্যাপক ফার্মারকে সাহায্য-সহযোগিতা প্রদানের অনুরোধ জানান। এ ব্যাপারে উপাচার্যকে অধ্যাপক ফার্মার যথাযথ সাহায্য-সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সাহায্য-সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করায় অধ্যাপক ফার্মারকে ধন্যবাদ জানান।

(ওএস/এস/জুন ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test