E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বর্ণাঢ্য আয়োজনে বাকৃবির প্রতিষ্ঠা দিবস পালিত

২০১৬ আগস্ট ১৮ ১৬:৩২:৩৭
বর্ণাঢ্য আয়োজনে বাকৃবির প্রতিষ্ঠা দিবস পালিত

মো. শাহীন সরদার, বাকৃবি প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৬তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও চারা বিতরণের মধ্য দিয়ে বৃহস্পতিবার প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সূূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় । সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা দিবসের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান। এসময় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, প্রতিষ্ঠা দিবস বাস্তবায়ন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. আমলগীর হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড.মোহাম্মদ আল-মামুনমহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে সকলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের মৎস্য খামারের সহায়তায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন ভারপ্রাপ্ত উপাচার্য। পরে বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারের সহায়তায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ মরণ সাগরের সম্মুখে বৃক্ষরোপন করে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার অর্ধশতাধিক কৃষকের হাতে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয় । বিশ্ববিদ্যালয়ের সব মসজিদ-মন্দির ও উপাসানালয়ে দোয়া ও প্রার্থণাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রতিষ্ঠা দিবসে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান বলেন, স্বাধীনতার সময় থেকে জনসংখ্যা সাড়ে ৭ কোটি থেকে ১৬ কোটি ছাড়িয়ে গেছে। কমেছে কৃষি জমির পরিমাণ। তারপরও বাংলাদেশ আজ খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ। আর এ সাফল্যের দাবিদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, রাজধানী ঢাকা থেকে ১২০ কিলোমিটার দূরে ও ময়মনসিংহ শহর থেকে ৪ কিলোমিটার দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে ১২০০ একর জায়গা নিয়ে ১৯৬১ সালের ১৮ আগষ্ট গড়ে ওঠে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। দক্ষিণ-পূর্ব এশিয়ার উচ্চতর কৃষি শিক্ষার অন্যতম এই বিদ্যাপীঠ সৃষ্টিলগ্ন থেকেই দেশের কৃষি ও গবেষণায় অবদান রেখে আসছে। দেশকে করে তুলেছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

(এমএসএস/এএস/আগস্ট ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test