E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্র সুবিধা করতে পারেনি’

২০১৬ সেপ্টেম্বর ২৩ ১৫:২০:৪৬
‘ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্র সুবিধা করতে পারেনি’

স্টাফ রিপোটার : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী ও ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা ঢাকা জেলা প্রশাসক কার্যলয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

এর আগে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় কলা ভবনের বিভিন্ন পরীক্ষা-কেন্দ্র পরিদর্শনের পর উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, ‘কোনো প্রকার অসদুপায় অবলম্বন করতে পারেনি জালিয়াত চক্র। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই পরীক্ষা সম্পন্ন হচ্ছে।

এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, কলা অনুষদের ডিন ও খ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. বেগম আকতার কামাল এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা।

ভর্তি পরীক্ষা শেষে ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, বারকোড পন্থা অবলম্বন করায় জালিয়াত চক্র সুবিধা করতে পারেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আশা করি বাকি পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

উল্লেখ্য, খ-ইউনিটে ২ হাজার ২৪১টি আসনের জন্য মোট ৩৪ হাজার ৬০৬ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ভর্তিযুদ্ধে লড়েছেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test