E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সেমিস্টার ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলন অব্যাহত

২০১৪ জুন ১১ ২০:৩৪:৪৪
সেমিস্টার ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলন অব্যাহত

বাকৃবি প্রতিনিধি : সেমিস্টার ফি প্রত্যাহারের দাবিতে বাকৃবির সব দ্বিতীয় বর্ষের (লেভেল-২, সেমিস্টার-১) শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।

বুধবার সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ করেছেন তারা। সেমিস্টার ফি প্রত্যাহার না করা পর্যন্ত তারা সব ধরণের ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আর এসব আন্দোলনের ফলে সেশনজটের আশঙ্কা করছেন সাধারণ শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে সব অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ১ হাজার ২০০ টাকা সেমিস্টার ফি প্রত্যাহারের দাবিতে ক্লাশ-পরীক্ষা বর্জন করে করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবৈধভাবে সেমিস্টার ফি ধার্যের বিরুদ্ধে বক্তব্য রাখেন।

তারা বলেন, আগে বিশ্ববিদ্যালয়ে কোনো সেমিস্টার ফি ছিল না। তাদের উপর বিশ্ববিদ্যালয় প্রশাসন অবৈধভাবে সেমিস্টার ফি ধার্য করেছে। তারা এক টাকাও সেমিস্টার ফি দিবেন না। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের হুমুকি দেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতি সেমিস্টারের ফাইনাল পরীক্ষার আগে প্রত্যেক শিক্ষার্থীকে অন্যান্য ফিসহ একটি নির্দিষ্ট অঙ্কের পরীক্ষা ফি দিতে হয়। অতীতে বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি না থাকলেও ২০১২-১৩ সেশন থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ১ হাজার ২০০ টাকা ফি ধার্য করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে এখন শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার আগে সেমিস্টার ফি, ছাত্রসংসদ ফি, ইন্টারনেট ফিসহ সব মিলিয়ে ১ হাজার ৭৮০ টাকা দিতে হবে।

এর আগেও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সেমিস্টার ফি বাতিলের দাবিতে বেশ কয়েকবার মিছিল ও ছাত্রবিষয়ক উপদেষ্টা এবং প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। গত ২১ মে একাডেমিক কাউন্সিলের সভায় সেমিস্টার ফি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হলে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকও করেছেন। সর্বশেষ গত রোববার ভিসির সঙ্গে দেখা করলে তিনি সেমিস্টার ফি প্রত্যাহার সম্ভব নয় বলে জানান। এরপর থেকে আবারও চলছে আন্দোলন। এদিকে ফি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট বিক্ষোভ মিছিল করেছে এবং ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে।

এদিকে, একের পর এক আন্দোলনে নির্ধারিত সময়ের মধ্যে সেমিস্টার শেষ করা নিয়ে হতাশায় রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এভাবে চলতে থাকলে সেশনজটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. রফিকুল হক বলেন, অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় তার বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি অনেক কম। আর এটা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত। তার এ বিষয়ে আর কিছু করার নেই।

সেশন জটের বিষয়ে তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন থেকে জিরো সেশনজট রয়েছে। শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা না দিলে সেশনজট তো হবেই। তবে এখনও সবকিছু স্বাভাবিক হলে সেশনজট হবে না।

(ওএস/এস/জুন ১১, ১০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test