E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বশেমুরবিপ্রবিতে প্রতি আসনের জন্য লড়বে ৩১ জন

২০১৬ অক্টোবর ২৪ ১৭:১৯:৫৪
বশেমুরবিপ্রবিতে প্রতি আসনের জন্য লড়বে ৩১ জন

গোপালগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-এ ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ৬৭ হাজার ৭৬০ জন শিক্ষার্থী আবেদন করেছে। এবারে ০৮ টি ইউনিটের অধীনে ২৩ বিভাগে সর্বমোট ২হাজার ২০৭ জন (কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য প্রায় ৩১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, এ ইউনিটে ২৫১ আসনের জন্য ১৪ হাজার ২১২ জন, বি ইউনিটে ৫৭৮ আসনের জন্য ৮হাজার ৮৬২ জন, সি ইউনিটে ২২৯ আসনের জন্য ১৪ হাজার ৩৩৬ জন, ডি ইউনিটে ১৭৪ আসনের জন্য ৪ হাজার ৭৩৪ জন, ই ইউনিটে ৩৯২ আসনের জন্য ৯ হাজার ৩৫২ জন এবং এফ ইউনিটে ২৬২ আসনের জন্য ৫ হাজার ৯৭১ জন, জি ইউনিটে ১০৯ আসনের জন্য ৪ হাজার ৮২৪ জন, এইচ ইউনিটে ২১২ আসনের জন্য ৫ হাজার ৪৬৮ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে।

এ, বি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর; সি, এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর; ডি, ই ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর এবং এফ, জি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd তে জানা যাবে।

(পিএম/এএস/অক্টোবর ২৪, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test