E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রাবির ভর্তি পরীক্ষায় বঙ্গবন্ধুর মৃত্যু সাল ২০১৬

২০১৬ অক্টোবর ২৫ ১০:২০:২৬
রাবির ভর্তি পরীক্ষায় বঙ্গবন্ধুর মৃত্যু সাল ২০১৬

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় বঙ্গবন্ধুর মৃত্যু সাল ২০১৬ ছাপা হয়েছে। এরকম তথ্য দিয়ে ইতিহাস বিকৃত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার বেলা ৯টা থেকে ১০টায় অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের (আইন বিভাগ) বিজোড় রোল নম্বরধারীদের ভর্তি পরীক্ষার প্রশ্নে এ ভুল দেখা যায়।

প্রশ্নপত্রে দেখা যায়, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের ৪১ নম্বর প্রশ্নে বঙ্গবন্ধুর মৃত্যুর তারিখ ঠিক থাকলেও সালের জায়গায় ২০১৬ উল্লেখ করা হয়েছে।

এটিকে অনিচ্ছাকৃত ভুল বলা হলেও শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে। তারা এটিকে ইতিহাস বিকৃতি করা হচ্ছে বলে জানিয়েছেন।

এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, ভর্তি পরীক্ষার আগে প্রত্যেকটা প্রশ্নপত্র যাচাই-বাছাই করা হয়। তারপরেও জাতির জনক বঙ্গবন্ধুর মৃত্যুর সাল ভুল হওয়াটা খুবই অস্বাভাবিক। এমন ভুল এড়াতে পরীক্ষা কমিটিকে আরো সতর্ক হওয়া দরকার বলে তাদের অভিমত।

এদিকে, বিষয়টিকে অব্যবস্থাপনা ও ইতিহাস বিকৃত বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মতো একটি বড় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে নিয়ে এরকম একটা ভুল কখনই কাম্য নয়। এ ভুল করে তারা আমাদের ইতিহাসকে বিকৃত করেছেন।’

প্রশ্নপত্রে ভুলের বিষয়টি স্বীকার করে আইন বিভাগের সভাপতি আবু নাসের মো. ওয়াহিদ বলেন, ‘অনিচ্ছাকৃত এমন ভুল হওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা আসলে বিষয়টির জন্য ক্ষমাপ্রার্থী।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘এ বিষয়ে আমি আইন অনুষদের ডীনের সঙ্গে কথা বলেছি। তিনি আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন। আমি তাদেরকে সতর্ক করে দিয়েছি। পরবর্তীতে এমন ভুল হবে না।’

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে একদল সেনা কর্মকর্তার হাতে সপরিবারে নিহত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কেবল তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা পশ্চিম জার্মানিতে অবস্থান করার কারণে বেঁচে যান।

(ওএস/এএস/অক্টোবর ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test