E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইবি উপাচার্য

২০১৬ নভেম্বর ১০ ১৬:০০:২৪
অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইবি উপাচার্য

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাশিদ আসকারী গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুষ্টিয়ার ব্রিটিশ টোব্যাকো কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ক্যাম্পাস থেকে সকাল ৯টার দিকে তিনি লালনের আখড়ায় শুরু হওয়া লালন উৎসবে যাওয়ার পথে কুষ্টিয়ার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির সামনে পৌঁছলে হঠাৎ তার গাড়িটি ঝাঁকি দিয়ে ওঠে। চালক আসাদ দ্রুত গাড়ি ব্রেক করে সাইড করেন। পরে তিনি দেখতে পান গাড়ির পিছনের বাম পাশের চাকার ৬টি স্ক্রর ৫টিই খুলে পড়ে গেছে। পরে উপাচার্য অন্য গাড়িতে লালন উৎসবে যোগ দেন।

এদিকে উপাচার্যের এ গাড়ি দুর্ঘটনা পরিকল্পিত বলে ক্যাম্পাসের বিভিন্ন মহলে গুঞ্জন চলছে। দেড়টার দিকে তিনি ক্যাম্পাসে পৌঁছলে শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, গ্রিন ফোরামের নেতারা উপাচার্যের সঙ্গে দেখা করে দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন।

এছাড়া এ ঘটনায় বিশ্বদ্যিালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক মো. আনোয়ার হোসেন ও কুষ্টিয়া বিআরটিএ’র মোটরযান পরিদর্শক।

উপাচার্যের গাড়িচালক মো. আসাদ বলেন, প্রথমে গাড়িতে একটি ঝাঁকি লাগে। পরে খট খট শব্দ হতে থাকলে গাড়ি ব্রেক করে সাইড করি। পরে দেখতে পাই পিছনের চাকার ৫টি নাট খুলে পড়ে গেছে। তবে কীভাবে এমন ঘটনা ঘটতে পারে সে ব্যাপারে তিনি কিছুই বলতে পারেননি।

উপাচার্য অধ্যাপক রাশিদ আসকারী বলেন, আমি পূর্বনির্ধারিত একটি প্রোগ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি আমার কাছে সাধারণ ঘটনা বলে মনে হয়নি। এর পিছনে কোনো দুরভিসন্ধি থাকতে পারে বলে মনে হয়। এ ব্যাপারে ইবি থানায় জিডির প্রক্রিয়া চলছে।

(ওএস/এএস/নভেম্বর ১০, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test