E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'দেশের অগ্রগতিতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে'

২০১৬ নভেম্বর ১৩ ১৫:৫০:৪৭
'দেশের অগ্রগতিতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে'

বাকৃবি প্রতিনিধি :স্বাধীনতার পর থেকে দারিদ্র বিমোচনে বাংলাদেশ দ্রুতগতিতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ১৯৭৩ সালে সাড়ে সাত কোটি জনসংখ্যার প্রায় ছয় কোটি ছিল দরিদ্র। কিন্তু বর্তমানে ষোল কোটি জনসংখ্যার মাত্র সাড়ে তিন কোটি দারিদ্র সীমার নিচে রয়েছে।

মোট দেশেজ উৎপাদন (জিডিপি) দারিদ্র বিমোচনের পূর্ব শর্ত। প্রবৃদ্ধি বাড়িয়ে পুরোপুরি দারিদ্র বিমোচন করা সম্ভব না। সেজন্য গুণগত মানসম্পন্ন কর্মসংস্থান তৈরী করতে হবে। বর্তমান জনসংখ্যার প্রায় পাঁচ কোটি মানুষ ১৫-৩০ বছরের। দেশের এই বিপুল পরিমাণ জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করতে হবে। এজন্য নিত্য নতুন প্রযুক্তি যেমন সৌর শক্তিসহ নানা ধরণের প্রযুক্তি উদ্ভাবন, ব্যবহার ও সম্প্রসারণ করে দেশের তরুণ সমাজ তথা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

রিজিওনাল নেটওয়ার্ক অন পোভার্টি ইরাডিকেশন (রেনপার) এর ৭ম আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্ণর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

রবিবার সকাল ১০ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে তিন দিনব্যাপী এ সেমিনারের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় দারিদ্র বিমোচনের লক্ষ্যে এ সেমিনার আয়োজিত হয়। ‘দারিদ্র বিমোচনে প্রযুক্তির প্রসার : সম্ভাবনা ও ঝুঁকি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রেনপার’র ৭ম আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্ণর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকতা করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মালোয়েশিয়ার কেলেনটান ইউনিভার্সিটির ডেপুটি ভাইস চ্যান্সেলর ও রেনপারের চেয়্যারমান প্রফেসর ড্যাটো ড. ইব্রাহীম বিন চে ওমর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আফজাল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফুড এন্ড এগ্রিকালচারাল অরগানাইজেশনের (ঋঅঙ) বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন।

সেমিনারে মালোয়েশিয়া, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও বাংলাদেশ থেকে প্রায় ২০০ জন বিজ্ঞানী ও গবেষক উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী সেমিনারে ৬ টি সেশনে মোট ১৪১ টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপিত হবে।

মূল প্রবন্ধে মাইক রবসন বলেন, নিয়মিত খরা-বন্যাসহ নানা ধরণের প্রাকৃতিক দূর্যোগ, প্রত্যন্ত অঞ্চলে সুযোগ সুবিধার অভাবের কারণেই বাংলাদেশে এখনো দারিদ্রতা বিদ্যমান। নিত্য নতুন প্রযুক্তি উদ্ভবিত হলেও তা কৃষক পর্যায়ে কিভাবে তারা লাভবান হবে সেদিকে লক্ষ্য না রাখায় অনেক ক্ষেত্রে তা ফলপ্রসু হচ্ছে না। এছাড়া বর্তমানে দেশের ৩০ শতাংশ মানুষ শহরের দিকে ধাবিত হচ্ছে। তাই দারিদ্রতা দূরীকরণে গ্রামাঞ্চলের পাশাপাশি শহরের দিকেও সমান গুরুত্ব দিতে হবে।

এদিকে দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সংলগ্ন করিডোরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। তিন দিন ব্যাপী ওই মেলায় সরকারি-বেসরকারি প্রায় ২২ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। উল্লেখ্য, রেনপার’র ৬ষ্ঠ আন্তর্জাতিক সেমিনার ভারতে অনুষ্ঠিত হয়।



(এমএসএস/এস/নভেম্বর ১৩ ,২০১৬ )

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test