E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাবি থেকে বোমা-গুলি উদ্ধার, ১০ দিনের জন্য বন্ধ হল

২০১৬ ডিসেম্বর ২১ ১১:২৬:২০
শাবি থেকে বোমা-গুলি উদ্ধার, ১০ দিনের জন্য বন্ধ হল

শাবি প্রতিনিধি :ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও বোমাবাজির পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হল ১০ দিনের জন‌্য বন্ধ এবং ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানায় প্রশাসন।

মঙ্গলবার সন্ধ্যায় ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনার পর পুলিশ রাতে শাহপরান, বঙ্গবন্ধু ও সৈয়দ মুজতবা আলী হলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, হাতবোমা ও গুলি উদ্ধার করলে হল বন্ধের এই ঘোষণা আসে। বিশ্ববিদ‌্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মুন্সী নাসের ইবনে আফজাল বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলায় ১০ দিনের জন্য হল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে শাবিপ্রবি ছাত্রলীগের সহ সভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের গ্রুপ সাধারণ সম্পাদক ইমরান খান সমর্থিত গ্রুপকে ধাওয়া এবং কক্ষের দখল নেওয়ার পর সংঘর্ষের সূত্রপাত হয়। রাতভর সংঘর্ষের পর বুধবার ভোরে ছাত্রদের হল খালির নির্দেশ দেয় প্রশাসন। সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম বলেন, উদ্ভূত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
(ওএস/এস/ডিসেম্বর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test