E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বন্ধ শাবিপ্রবি খুলছে আজই

২০১৬ ডিসেম্বর ২২ ১৫:১২:৫২
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বন্ধ শাবিপ্রবি খুলছে আজই

শাবিপ্রবি প্রতিনিধি : শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে অবশেষে ক্লাস-পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. কবির হোসেন।

তিনি জানান, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে ক্লাস-পরীক্ষা চলবে। তবে আগামী ২৫ ডিসেম্বর থেকে ছাত্র হল খুলে দেওয়া হবে। এসময় হলের বৈধ শিক্ষার্থীরা প্রবেশ করতে পারবে।

এদিকে, প্রশাসনের এমন সিদ্ধান্তে আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিজয় মিছিল করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, মঙ্গলবার অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান সমর্থিত গ্রুপকে সহসভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায় ও যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ সমর্থিত সম্মিলিত গ্রুপ ধাওয়া দিয়ে হল দখলে নেয়।

এ ঘটনায় উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে রাতভর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বুধবার সকালে বিশ্বদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার সকালেই প্রতিবাদে নামে সাধারণ শিক্ষার্থীরা। পরে রাত ১২টার দিকে নিজ কক্ষ থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া। এসময় তিনি ক্যাম্পাস খুলে দেয়ার বিষয়টি পজিটিভলি দেখা হবে বলে আশ্বাস দেন।

তবে মানবিক কারণে অন্যান্য শিক্ষকদের প্রশাসনিক ভবন থেকে বের হওয়ার সুযোগ দিলেও উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। পরবর্তীতে রাতভর ওই ভবনের সামনেই অবস্থান করেন শিক্ষার্থীরা।

(ওএস/এএস/ডিসেম্বর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test