E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শহীদ বেদীতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শ্রদ্ধা নিবেদন

২০১৭ ফেব্রুয়ারি ২১ ১৫:৩৩:০০
শহীদ বেদীতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

মধ্যরাতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীগণ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ফার্মাসি ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপক সাইফুল ইসলাম পাঠান, জার্নালিজম কমিউনিকেশন ও মিডিয়া স্টাডিজ বিভাগের সিনিয়র লেকচারার কাজী আনিছ, অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে ‘জাতীয় শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ বাংলাদেশসহ সারাবিশ্বে পালিত হচ্ছে নানা আনুষ্ঠানিকতায়। রাষ্ট্রীয় আয়োজনে একুশের অনুষ্ঠানমালার সূচনা হয় রাত ১২টা ১ মিনিটে। ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন রক্তাক্ত স্মৃতি বিজড়িত কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারাসন বেগম খালেদা জিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কূটনীতিকরা, আওয়ামী লীগ, বিএনপি ও তার সহযোগী ভ্রাতৃপ্রতীম সংগঠনসমূহ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সর্বস্তরের মানুষের জন্য খুলে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার।

(এসএস/অ/ফেব্রুয়ারি ২১, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test