E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এসইউবিতে চারদিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা সম্পন্ন

২০১৭ মার্চ ২২ ১৯:৫৫:৪৭
এসইউবিতে চারদিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা সম্পন্ন

সুপ্রিয় সিকদার : স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদশের ডিবেটিং সোসাইটির উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল চারদিনব্যাপী ৪র্থ আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা ২০১৭।

'জোরের যুক্তি নয়, যুক্তির জোরে বিশ্বাস রাখি' স্লোগানকে সামনে রেখে চারদিনব্যাপী এই আয়োজনের প্রথম দুই দিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য বিতার্কিকেরা স্টেট ইউনিভার্সিটির দুই ক্যাম্পাসে দুইটি কর্মশালা পরিচালনা করেন। এরপর আটটি ডিপার্টমেন্টের অংশগ্রহনে সংসদীয় বিতর্ক প্রতিযোগীতা শুরু হয় ১৯ মার্চ। সেদিনই সেমিফাইনাল রাউন্ড জয়ের পর ফাইনাল নিশ্চিত করে ভার্সিটিটির ফার্মেসি বিভাগ ও কম্পিউটার সায়েন্স বিভাগ।

একদিন পর, ২১ মার্চ সকালে স্টেট ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাসে শুরু হয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা।

এরপর শুরু হয় সংসদীয় বিতর্কের ফাইনাল রাউন্ড। ফাইনাল রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, কলামিস্ট এবং গবেষক সৈয়দ আবুল মকসুদ। সংসদীয় বিতর্কের স্পীকার ছিলেন ভার্সিটিটির সাংবাদিকতা বিভাগের উপদেষ্টা প্রফেসর রোবায়েত ফেরদৌস।

ছায়া সংসদে 'রাজনীতির বাজারে মুক্তিযুদ্ধ আজ শুধুই একটি পণ্য' প্রস্তাবের পক্ষে কম্পিউটার সায়েন্স বিভাগকে পরাজিত করে জয়লাভ করে ফার্মেসি বিভাগ।

সংসদীয় বিতর্কের বিচারকের দায়িত্বে ছিলেন ঢাকা বিশবিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক জেহাদ আল মেহেদী এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সাবেক সভাপতি সাব্বির আহমেদ।

সবশেষে স্টেট ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাহস মোস্তাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দ আবুল মকসুদ ও বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা এসএমএ ফায়েজ বিজয়ী সকলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সকল বিভাগের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test