E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের জামিন মঞ্জুর

২০১৭ মার্চ ৩০ ১২:৫৮:০৯
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের জামিন মঞ্জুর

গাজীপুর প্রতিনিধি : অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত।

দুদকের গাজীপুরে কর্মরত আইনজীবী মো. এনামুল হক সাংবাদিকদের জানান, বুধবার বিকেলে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে শুনানির পর আদালতের বিচারক একেএম এনামুল হক ১৬ এপ্রিল পর্যন্ত তার (মো. বদরুজ্জামান) অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করেন।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গত ১৩ মার্চ (সোমবার) ভোরে তাকে ঢাকার মিরপুরের বাসা থেকে গ্রেফতার করে দুদক। ১৬ মার্চ গাজীপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ তার জামিন আবেদন করলে বিচারক মো. ইলিয়াস রহমান তা না মঞ্জুরের আদেশ দেন।

এদিকে গত ১৩ ফেব্রুয়ারি একই মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাওহীদ জামান শিপু, অর্থ ও হিসাব বিভাগের সহকারী পরিচালক শেখ মোহাম্মদ মোফাজ্জল হোসাইন ও সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করে দুদক। বর্তমানে তারা আদালতের মাধ্যমে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হকের দায়ের করা একটি দুর্নীতি মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই চার কর্মকর্তাকে গ্রেফতার করে দুদক। এ মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক কাজী শহীদুল্লাহসহ মোট ১৩ জনকে আসামি করা হয়।

ওই মামলায় অভিযোগ করা হয়, সরকারের নিষেধাজ্ঞার পরও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘গণনিয়োগ’ পাওয়া ১৬৯ জন কর্মচারীকে অবৈধভাবে সিলেকশন গ্রেড দিয়ে আসামিরা পরস্পর যোগসাজশে সরকারের এক কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাৎ করেন।

এছাড়াও তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. হাফিজুর রহমান ও সহকারী কলেজ পরিদর্শক এইচএমএ শাহজাহান বাদী হয়ে আরো তিনটি দুর্নীতির মামলা করেন। মামলাগুলো দুদক তদন্ত করছেন।

(ওএস/এসপি/মার্চ ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test