E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাবি উপাচার্যকে শিবিরের স্মারকলিপি

২০১৪ জুন ১৯ ১৪:৩০:৪০
রাবি উপাচার্যকে শিবিরের স্মারকলিপি

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আবদুল লতিফ হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক রাসেল আহমেদের ওপর হামলাকারীদের গ্রেফতারসহ চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শিবিরের একটি প্রতিনিধিদল এ স্মারকলিপি জমা দেয়।

বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আশরাফুল আলম ইমন স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত সোমবার (১৬ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনে শিবির নেতা রাসেল আহমেদের ওপর গুলি চালানো হয় ও কুপিয়ে একটি পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে স্মারকলিপিতে চার দফা দাবি জানানো হয়।

দাবিগুলো হলো- হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ক্যাম্পাসে সাধারণ ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ক্যাম্পাসে চাঁদাবাজী ও টেন্ডারবাজী বন্ধ করা।

(ওএস/এটিআর/জুন ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test