E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে অপেক্ষায় জগন্নাথ ছাত্রলীগ

২০১৭ মার্চ ৩১ ১৩:২৮:২১
নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে অপেক্ষায় জগন্নাথ ছাত্রলীগ

জাবি প্রতিনিধি : সাড়ে চার বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগে আসছে নতুন নেতৃত্ব। এ লক্ষ্যে বৃহস্পতিবার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

এ ঘোষণার পর থেকে নেতাকর্মীরা অধীর অাগ্রহে অপেক্ষা করছেন নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে। প্রার্থীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। আজ বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নতুন কমিটির বিষয়ে কেন্দ্রীয় সংসদ কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বলে জানা গেছে।

জানা যায়, ২০১২ সালের ৩ অক্টোবরে জবি শাখা ছাত্রলীগে এফএম শরীফুল ইসলামকে সভাপতি এবং এসএম সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। তারা প্রায় সাড়ে চার বছর এ দায়িত্ব পালন করে সম্মেলন অায়োজন করেন।

জবি শাখা ছাত্রলীগের নতুন নেতৃত্ব কাদের দেয়া হবে তা সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান স্পষ্ট করেছেন।

তিনি বলেন, যারা ক্যাম্পাসে নিয়মিত, দীর্ঘদিন ক্লিন ইমেজের, তাদের হাতে জবির নেতৃত্বের ভাড় দেয়া হবে। যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, মাদকসেবী, চাঁদাবাজ নয় তাদেরকে কমিটির দায়িত্ব দেয়া হবে।

ছাত্রলীগ সূত্র জানায়, জবি শাখা ছাত্রলীগের পদ প্রত্যাশীদের দৌড়ে এগিয়ে অাছেন খান মোহাম্মদ মিজান, সাইদুর রহমান জুয়েল, হারুন অর-রশিদ, এইচ এম কামরুল হাসান, শামীম রেজা, সাইফুল্লাহ ইবনে সুমন, অাপেল মাহমুদ, সুরঞ্জন ঘোষ, তানভীর রহমান খান, আনিসুর রহমান শিশির, জহির রায়হান অাগুন, মাহবুব রবিন, মমিনুর রহমান মমিন ও খন্দকার নুরুজ্জামান নবীন।

সদ্য বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনি বলেন, অামরা কেন্দ্রীয় কমিটির কাছে স্বচ্ছ, সৎ, মেধাবী ও শিক্ষার্থীর স্বার্থবান্ধব নেতা মনোনিত করার দাবি জানিয়েছি। পাশাপাশি জামায়াত-শিবির ক্যাম্পাস থেকে বিতারণে যারা সক্রিয় ছিলো তাদের বিষয়টিও মূল্যায়ন করার কথা বলেছি।


(ওএস/এসপি/মার্চ ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test