E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চবিতে বৈশাখে কড়া নিরাপত্তা

২০১৭ এপ্রিল ১০ ১৪:১৭:৪৯
চবিতে বৈশাখে কড়া নিরাপত্তা

চবি প্রতিনিধি : চট্টগ‌্রাম বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ পালন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ‌্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প‌্রশাসন। সাম্প‌্রতিক সময়ে জঙ্গি তৎপরতার বিষয়টি মাথায় রেখেই বৈশাখের আগের ও পরেরদিন সন্দেহজনক কাউকে দেখলেই তল্লাশি করবে পুলিশ। পাশাপাশি মাঠে থাকছে র‌্যাব পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প‌্রায় পাঁচ শতাধিক সদস্য।

সোমবার (১০ এপ‌্রিল) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প‌্রক্টর অফিসে এসব তথ্য জানান প‌্রক্টর মো. আলী আজগর চৌধুরী।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবারও পহেলা বৈশাখ উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠান উদযাপনে আমাদের সার্বক্ষণিক নজরদারি থাকবে।

ইতিমধ্যে ক্যাম্পাসে সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহজনক যে কাউকে তারা তল্লাশি করবে, প‌্রয়োজনে আটকও করবে। পহেলা বৈশাখের দিন ক্যাম্পাসের প‌্রতিটি জায়গায় প‌্রায় পাঁচ শতাধিক পুলিশ মোতায়ন থাকবে।

তিনি জানান, পুরো ক্যাম্পাসে নজরদারি করতে কন্ট্রোলরুম থেকে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক গতিবিধিও নজরদারি করা হবে। বাঙালির সার্বজনীন এবং সর্ববৃহৎ এই উৎসব উদযাপনকে নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গল শোভাযাত্রায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সংস্থার সমন্বয়ে নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইভটিজিং প্রতিরোধে থাকবে পুলিশের সাদা পোশাকের বিশেষ টিম। এছাড়া অনুষ্ঠানস্থলের ভেতরে ও বাইরে ইউনিফর্মে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।
এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসে বর্ষবরণ অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রায় কোন ধরনের ব্যাগ, পোটলা, মুখোশ, ছাতা, আগ্নেয়াস্ত্র, চাকু, ছুরি ইত্যাদি সঙ্গে নিয়ে আসা যাবে না।

বর্ষবরণের সব অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করার নির্দেশনাও দিয়েছে বিশ্ববিদ্যালয় প‌্রশাসন।

(ওএস/এসপি/এপ্রিল ১০, ২০১৭)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test