E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জলবায়ু পরিবর্তন নিয়ে ঢাবিতে সংলাপ

২০১৪ জুন ২১ ২০:৩৯:৪৬
জলবায়ু পরিবর্তন নিয়ে ঢাবিতে সংলাপ

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা’ শীর্ষক সমন্বিত নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনৈতিক গবেষণা ব্যুরো এবং জার্মানির হ্যান্স সিডেল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এটি শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে। সংলাপের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

অর্থনৈতিক গবেষণা ব্যুরোর চেয়ারম্যান অধ্যাপক ড. বরকত-এ-খোদা সংলাপে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল হান্নান। স্বাগত বক্তব্য দেন ঢাকাস্থ জার্মান দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ড. ফারদিনান্দ ভন ওহি এবং অর্থনৈতিক গবেষণা ব্যুরোর পরিচালক অধ্যাপক ড. শফিক উজ জামান।

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডভান্সড রিসার্চের ড. আতিক এ রেহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন জার্মান বিশেষজ্ঞ অধ্যাপক ড. মার্টিন গ্রামবো, ভারতের বিশেষজ্ঞ আংশুমান, পাকিস্তানের বিশেষজ্ঞ আলী তকির শেখ প্রমুখ। হ্যান্স সিডেল ফাউন্ডেশনের ড. ভলকার বায়ের প্যানেল আলোচনা পর্ব পরিচালনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশসহ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গবেষণার মাধ্যমেই এ ক্ষেত্রে উপযুক্ত সমাধান বের করা সম্ভব হবে।

তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব দেশ খাদ্য নিরাপত্তাহীনতা, বন্যা, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, খরা, পানি সমস্যা, লবণাক্ততা, উষ্ণতা বৃদ্ধিসহ নানাবিধ ঝুঁকির মুখে রয়েছে।

(ওএস/এস/জুন ২১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test