E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বেচ্ছায় অবসর নিলেন ঢামেক অধ্যক্ষ

২০১৭ মে ১৫ ১১:৩৭:১৫
স্বেচ্ছায় অবসর নিলেন ঢামেক অধ্যক্ষ

নিউজ ডেস্ক : সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসরগ্রহণ করেছেন ঢাকা মেডিকেল কলেজের  (ঢামেক) অধ্যক্ষ ডা. মো. ইসমাইল খান। ঢামেকে উপাধ্যক্ষ হিসেবে সাড়ে চার ও অধ্যক্ষ হিসেবে সাড়ে তিনবছরসহ মোট আটবছর চাকরি করার পর শনিবার দুপুরে  স্বাস্থ্য মন্ত্রণালয়ে তার স্বেচ্ছা অবসরের চিঠি জমা দিয়েছেন তিনি।

২০১৯ সালের ৩০ আগস্ট পর্যন্ত সরকারি চাকরির বয়স থাকলেও ডা. ইসমাইল হাসিমুখে স্বেচ্ছা অবসরে যান। তার বিদায়লগ্নে শুভকামনা জানিয়েছেন ঢামেকের সিনিয়র শিক্ষকরা!

তবে বয়স থাকার পরও কেন ঢামেক অধ্যক্ষ স্বেচ্ছায় অবসরে গেলেন তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে! তার স্বেচ্ছায় অবসরের নেপথ্যে রয়েছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়।

বন্দরনগরী চট্টগ্রামে প্রতিষ্ঠিত মেডিকেল বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য (ভিসি) হিসেবে যোগ দিতেই স্বেচ্ছায় অবসরে গেলেন এই চিকিৎসক। ঢামেক থেকে অবসরের পর রবিবারই ভিসি হিসেবে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন তিনি।

ডা. মো. ইসমাইল খান বলেন, সম্প্রতি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছি। সরকারি চাকরি থেকে অবসরের আগে এক মাসের নোটিশ দেয়ার নিয়ম অনুসরণ করে গত ১৩ এপ্রিল স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করি।

এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদনপত্রটি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গৃহীত হওয়ায় শনিবার পদত্যাগপত্র জমা দেন তিনি।

ঢামেকের অধ্যক্ষ হিসেবে শনিবার একাডেমিক কাউন্সিলের সভায় শেষ সভাপতির দায়িত্ব পালন করেন ডা. মো. ইসমাইল খান। সভায় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানান ঢামেকে কর্মরত বিভিন্ন বিভাগীয় প্রধান ও অধ্যাপকেরা। এ সময় তারা ঢামেক অধ্যক্ষ ও উপাধক্ষ্য হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্যেও তার প্রতি কৃতজ্ঞতা জানান।

ডা. ইসমাইল জানান, আপাতত তিনি ঢাকাতেই আছেন। কারণ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ঢাকাতে, ঢামেক নিউক্লিয়ার মেডিসিন ভবনের সাততলায় প্রতিষ্ঠানটির কার্যক্রম চালানো হবে।

এদিকে একই দিন রাজশাহী মেডিকেল কলেজে ভিসি হিসেবে যোগ দিয়েছেন বলে জানিয়েছে একাধিক সূত্র।

(ওএস/এসপি/মে ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test