E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাকৃবিতে আন্দোলন অব্যাহত

২০১৪ জুন ২২ ২০:৩৭:০৮
বাকৃবিতে আন্দোলন অব্যাহত

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সেমিস্টার ফি ১ হাজার ২০০ টাকা থেকে কমিয়ে ৪০০ টাকা করার ঘোষণা দিলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছে।

রোববার সেমিস্টার ফি প্রত্যাহারের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করে তারা। তাদের দাবি সেমিস্টার ফি সম্পূর্ণ রহিত করতে হবে। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের বাগবিতণ্ডা হয়েছে। শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল সাড়ে ৯টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে। গত বুধবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চতুর্থ দফা আলোচনায় সেমিস্টার ফি ১ হাজার ২০০ টাকা থেকে কমিয়ে ৪০০ টাকা ধার্য করলেও শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসেনি। তারা সেমিস্টার ফি সম্পূর্ণ বাতিলের দাবি জানান।

এর আগে গত বৃহষ্পতিবার প্রশাসনিক ভবন ও ভিসির কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে প্রশাসন ও পুলিশের কঠোর অবস্থানের কারণে রোববার তালা দিতে পারেনি তারা। আন্দোলনকারীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের প্রধান ফটকের দিকে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বাধা দেয়। এ সময় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের সব অনুষদ ঘুরে আবার প্রশাসনিক ভবনের সামনে আসে। সেখানে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিকে, শিক্ষকরা দাবি করেছেন আন্দোলনের নামে শিক্ষার্থীরা ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাইছে। শিক্ষার্থীরা কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেছে বলেও অভিয়োগ করেছেন তারা। এ ব্যাপারে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আবু হাদী নুর আলী খান বলেন, শিক্ষার্থীরা শিক্ষকদের নাম ধরে উল্টাপাল্টা স্লোগান দিচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. হারুণ অর-রশিদ বলেন, সেমিস্টার ফি প্রত্যাহারের বিষয়টি নিয়ে ক্লাস প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বিষয়টি মীমাংসা হয়ে গেছে। কিন্তু তারপরেও শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলন করছে। তারা মূলত বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতেই আন্দোলন করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. রফিকুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। তার পরেও কেন তারা আন্দোলন করছে তা আমার বোধগম্য নয়। এদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। বাম ছাত্রসংগঠন সাধারণ ছাত্রদের দিয়ে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে ১ হাজার ২০০ টাকা সেমিস্টার ফিসহ, টিএসসি, উন্নয়ন, ছাত্র সংসদ ও ইন্টারনেট ফি বাবদ অতিরিক্ত টাকা ধার্য করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ প্রেক্ষিতে তাদের পরীক্ষার রেজিস্ট্রেশন করতে সব মিলিয়ে ১ হাজার ৭৮০ টাকা লাগতো। এখন ৮০০ টাকা কমানোর ফলে ৯৮০ টাকা লাগবে।

(ওএস/এস/জুন ২২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test