E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাহাড়ধসের ঘটনায় বেরোবিতে শোক স্বাক্ষর

২০১৭ জুলাই ০৯ ১৩:১১:২১
পাহাড়ধসের ঘটনায় বেরোবিতে শোক স্বাক্ষর

বেরোবি প্রতিনিধি : টানা বর্ষণে রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড়ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় নিহতদের স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শোক স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। রোরবার সকাল সাড়ে ১০টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট অ্যাসোসিয়েশনের (ব্রুডা) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ স্বাক্ষর কার্যক্রমের উদ্বোধন করেন।

উপাচার্য বলেন, পাহাড় কাটা আর অপরিকল্পিত বসতবাড়ির কারণে প্রায় প্রতিবছরই পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটছে।

পাহাড়ধসে নিহত সবার আত্মার শান্তি কামনা করে তিনি বলেন, তরুণরা দেশের দুর্যোগকালীন সময়ে বরাবরই সাহায্যের হাত বাড়িয়ে সমব্যথী হয়েছেন। আশা করি তারা দেশের কল্যাণে এ ধারা অব্যাহত রাখবে।

এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, সংগঠনটির সদস্যরা এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/জুলাই ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test