E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বানভাসিদের জন্য ১ দিনের বেতন দিচ্ছেন বাকৃবি

২০১৭ আগস্ট ২১ ১৬:৪০:৫৬
বানভাসিদের জন্য ১ দিনের বেতন দিচ্ছেন বাকৃবি

বাকৃবি প্রতিনিধি : বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তাদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড.মো. জসিমউদ্দিন খান। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, কোষাধ্যক্ষসহ বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে উপাচার্য কর্তৃক গঠিত কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে, সংগৃহীত অর্থের দুই-তৃতীয়াংশ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে। অবশিষ্ট অর্থ বন্যা দুর্গত এলাকার মানুষের সাহায্যার্থে ত্রাণ সামগ্রী হিসেবে বীজ, সবজি চারা, ধানের চারা, খাদ্য (চাল, চিড়া , চিনি, আলু), গো-খাদ্য, পশু চিকিৎসা সামগ্রী, স্যালাইন, পানি শোধন ট্যাবলেট, ওষুধ ইত্যাদি সামগ্রী সরাসরি দেয়া হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা নিজেদের সাধ্যমত বন্যার্তদের সহায়তা চালিয়ে যাচ্ছেন।

(ওএস/এসপি/আগস্ট ২১, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test