E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশ সোসাইটি ফর সেইফ ফুডের নতুন কমিটি গঠন

২০১৭ আগস্ট ২২ ১৩:১৬:৫১
বাংলাদেশ সোসাইটি ফর সেইফ ফুডের নতুন কমিটি গঠন

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিলের (বিএআরসি) লাইভস্টক ডিভিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলামকে সভাপতি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক কে এইচ এম নাজমুল হুসাইন নাজিরকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ সোসাইটি ফর সেইফ ফুডের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। মোট ১৫ সদস্যের এ কমিটি আগামী ২০১৭-১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খালেদ হোসাইন ও বিএআরসির ক্রপ ডিভিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুনুর রশিদ।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফিসারিজ রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. এস কে আহমেদ আল নাহিদ, কোষাধ্যক্ষ হিসেবে সার্ক অ্যাগ্রিকালচার সেন্টারের সিনিয়র প্রোগ্রাম অফিসার (লাইভস্টক) ড. মো. নূরে আলম সিদ্দিকী, প্রচার সম্পাদক হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ কে এম মোস্তফা আনোয়ার, সমাজ কল্যাণ ও যোগাযোগ সম্পাদক হিসেবে সিলেটের উসমানীনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইজি লাইফের কনসালটেন্ট মো. আনিসুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার, বায়োল্যাব এর সিইও ডা. কামরুজ্জামান খোকন, বাংলাদেশ পরমাণু কৃষি ইনস্টিটিউট (বিনা) এর সিনিয়র বৈজ্ঞানিক অফিসার ড. মো. মাহবুবুল আলম তরফদার, সার্ক অ্যাগ্রিকালচারাল সেন্টারের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফাতেমা নাসরিন জাহান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা সিদ্দিকী।

(ওএস/এসপি/আগস্ট ২২, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test