E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

২০১৭ সেপ্টেম্বর ১৫ ১৩:২১:২২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে এ পরীক্ষা চলে বেলা ১১টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, এই পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৩টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, নীলক্ষেত হাই স্কুল, আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পরীক্ষার প্রত্যেক কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গ ইউনিটে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ২৯ হাজার ৩১১ জন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে একই শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে বিএফএ (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে আগামী ১৬ সেপ্টেম্বর। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। এ ইউনিটের পরীক্ষা চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ১৩ হাজার ৪৭২ জন।

ক ইউনিটে ১ হাজার ৭৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ৮৯ হাজার ৪৮৭ জন। খ ইউনিটে ২ হাজার ৩৬৩টি আসনের জন্য বিপরীতে আবেদন করেছে ৩২ হাজার ৭৩৬ জন। ঘ ইউনিটে ১ হাজার ৬১০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৯৮ হাজার ৩৩ জন।

পাঁচ ইউনিটে ৭ হাজার ১২৩টি আসনের বিপরীতে মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৩৯ জন। প্রতিটি আসনের জন্য ভর্তি পরীক্ষা দেবে প্রায় ৪০ জন প্রার্থী।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের http://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test