E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাবিতে মেকানিক্যাল বিভাগের ‘মেকনোভেশন’

২০১৭ সেপ্টেম্বর ২০ ১৩:০১:১৩
শাবিতে মেকানিক্যাল বিভাগের ‘মেকনোভেশন’

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দু’দিন ব্যাপী ‘মেকনোভেশন-২০১৭’ শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় আনন্দ র্যালি, কেককাটা ও বেলুন উড়িয়ে আয়োজনের উদ্বোধন করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আরিফুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব সাস্ট'র তত্ত্বাবধানে বিভাগটি প্রথমবারের মতো এ ধরনের আয়োজন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইন্ডস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (আইপিই) সহকারী অধ্যাপক শান্তা সাহা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম, ফেরদৌস আলম ও বিভাগের শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ আয়োজনে রয়েছে টেকনিক্যাল প্রতিযোগিতা, সেমিনার ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও নবীনবরণ।

ডিবিএল টেকনিক্যাল প্রতিযোগিতার রোবোনিক্স ভল্যিউম লাইন ফলোয়ার কম্পিটিশন আজ দুপুর একটায় একাডেমিক ভবনের ৩০৯ নম্বর রুম ও আইডিয়েট পোস্টার প্রেজেন্টেশন একই ভবনের দ্বিতীয় তলায় বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল রুবিক্স কিউব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুইদিনব্যপী এ আয়োজন বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীনবরণের মধ্য দিয়ে শেষ হবে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় সেন্ট্রাল অডিটেরিয়ামে ‘ইঞ্জিনিয়ারিং অ্যাজ এ ক্যারিয়ার’ শীর্ষক ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে আলোচনা করবেন ফেঞ্চুগঞ্জ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট এর ম্যানেজার ইঞ্জিনিয়ার নুরুল আমিন, জালালাবাদ গ্যাস প্ল্যান্ট'র সুপারিনটেন্ট চৌধুরী হাফিজ রুমেল, ডিবিএল গ্রুপ'র হেড অব সাসটেইননোবিলিটি মোহাম্মদ জাহিদুল্লাহ।

নবীনবরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করবেন বিভাগীয় প্রধান ড. আরিফুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test