E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানি শিক্ষকদের সাক্ষাৎ

২০১৪ জুন ২৯ ২০:৫৫:৩৪
ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানি শিক্ষকদের সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি : জাপানের গিফু বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর ও ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক ড. ফুমিয়াকি সুজুকির নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার দুপুরে উপাচার্যের অফিসে তারা এ সাক্ষাৎ করেন।

এ সময় ঢাবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম ইমদাদুল হক এবং বায়ো-কেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. হাসিনা খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে গিফু বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার করার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। তারা উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও ছাত্র-ছাত্রী বিনিময়ের মাধ্যমে যৌথ গবেষণা ও একাডেমিক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। শিগগিরই এই দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

সাক্ষাৎ শেষে গিফু বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের ২১৪নং কক্ষে গিফু বিশ্ববিদ্যালয় কর্ণারের উদ্বোধন করেন।

(ওএস/এস/জুন ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test