E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাস্টার্স ভর্তির আবেদন শুরু ২৫ সেপ্টেম্বর

২০১৭ সেপ্টেম্বর ২১ ১৭:০৫:৩৭
মাস্টার্স ভর্তির আবেদন শুরু ২৫ সেপ্টেম্বর

গাজীপুর প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তির কার্যক্রমে এলএলবি ১ম পর্ব-পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সসমূহের ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২৫ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে শুরু হয়ে ২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চলবে।

যেসব প্রার্থী মেধা তালিকায় স্থান পাননি অথবা স্থান পেয়েও ভর্তি হননি, ভর্তি বাতিল করেছে এবং যেসব প্রার্থীর প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়েছে, সেসব শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) অথবা (admissions.nu.edu.bd) থেকে পাওয়া যাবে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এস সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test