E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৬ নভেম্বর, ১৯৭১

শাহবাগ মোড়ে মুক্তিবাহিনীর সাথে রাজাকার দলের ব্যাপক গোলা বিনিময় হয়

২০১৭ নভেম্বর ০৬ ১৪:২১:৩৫
শাহবাগ মোড়ে মুক্তিবাহিনীর সাথে রাজাকার দলের ব্যাপক গোলা বিনিময় হয়

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : ওয়াশিংটনে নিক্সন-ইন্দিরা দ্বিতীয় দফা বৈঠক শেষে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সাংবাদিকদের বলেন, যুদ্ধ এড়াতে ভারত সম্ভাব্য সব কিছু করবে।

ওয়াশিংটনস্থ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ইন্দিরা গান্ধী বলেন, ‘কোনো সমাধানে উপনীত হতে হলে তা পূর্ববঙ্গের জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে। বাংলাদেশ সরকারের উপস্থিতি ছাড়া ভারত-পাকিস্তান আলোচনা অর্থবহ হতে পারে না। বরং তা সমাধানে পৌঁছাতে আরো জটিলতার সৃষ্টি করবে।’

ঢাকার শাহবাগ মোড়ে মুক্তিবাহিনীর গেরিলা যোদ্ধাদের সাথে রাজাকার দলের ব্যাপক গোলা বিনিময় হয়। এতে একজন রাজাকার নিহত হয়।

মুক্তিবাহিনী ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমার মিলান্দা-মাহম্মদপুর এলাকায় পাকসেনাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে পাকবাহিনীর একজন জুনিয়ার কমিশন্ড অফিসারসহ ১২ জন সৈন্য নিহত হয়। অপরদিকে একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।

তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।

(ওএস/এএস/নভেম্বর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test