E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২২ ডিসেম্বর, ১৯৭১

'শেখ মুজিবকে কারাগার থেকে মুক্তি দিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে'

২০১৯ ডিসেম্বর ২২ ১৫:১৯:৫৯
'শেখ মুজিবকে কারাগার থেকে মুক্তি দিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে'

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : ভারতীয় বিমানবাহিনীর ক্যারিবু পরিবহন বিমানে করে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামসহ বাংলাদেশ সরকারের সাতজন সদস্য ঢাকা এসে পৌঁছান। বিমানবন্দরে তাঁদের বিপুলভাবে সংবর্ধিত করা হয়। বিমানবন্দরে প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করতে জনগণের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশে পাকবাহিনী পরিচালিত গণহত্যার জন্য যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। বুদ্ধিজীবী হত্যা ও অন্যান্য অভিযোগে যারা অভিযুক্ত হয়েছে তাদের মধ্যে রয়েছে একজন জেনারেল,একজন ব্রিগেডিয়ার, তিনজন কর্নেল, দুইজন মেজর ও একজন ক্যাপ্টেন। এ ছাড়া দ্বিতীয় আরেকটি তালিকায় ১২ জন অভিযুক্তের নাম রয়েছে। এই তালিকা প্রণয়ন এখনও সম্পন্ন হয় নি।

রাওয়ালপিন্ডিতে সরকারিভাবে ঘোষণা করা হয় যে, শেখ মুজিবকে কারাগার থেকে মুক্তি দিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে।

জুলফিকার আলি ভুট্টো জান্নান, তিনি শীঘ্র চীন সফরে যাবেন।

তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ জাদুঘর

(ওএস/এএস/পিএস/অ/ডিসেম্বর ২২, ২০১৯)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test