E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২৮ ডিসেম্বর, ১৯৭১

৯ জানুয়ারি ‘শেখ মুজিব দিবস’ পালন করবে বাংলাদেশ

২০১৯ ডিসেম্বর ২৮ ১৪:১১:৫০
৯ জানুয়ারি ‘শেখ মুজিব দিবস’ পালন করবে বাংলাদেশ

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : এনা পরিবেশিত খবরে বলা হয়, আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে আগামী ৯ জানুয়ারি সমগ্র বাংলাদেশে ‘শেখ মুজিব দিবস’ পালন করবে। বাংরাদেশ আওয়ামী লীগের সমাজসেবা সম্পাদক কে.এম.ওবায়দুর রহমান (এম.এন.এ) আওয়ামী লীগ নেতা, কর্মী ও জনসাধারণকে ‘ মুজিব দিবস’ সাফল্যমণ্ডিত করে তোলার আহ্বান জানান।

ঢাকা শহরে ‘শেখ মুজিব দিবস’-এর অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে, সকালে মসজিদ, মন্দির, চার্চ ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা, শোভাযাত্রা এবং বিকালে পল্টন ময়দানে জনসভা। সভায় বক্তৃতা করবেন অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ এবং অন্যান্য আওয়ামী লীগ নেতা।

রাওয়ালপিন্ডির ওয়াকিফহাল মহল হতে বলা হয় ,গত নয় মাসের বন্দীদশাকালে শেখ মুজিবকে সংবাদপত্র এমন কি বেতারের খবরও শুনতে দেওয়া হয়নি।

কারাগার থেকে গৃহবন্দী হওয়ার পর তিনি গত এপ্রিল মাস হতে এ পর্যন্ত প্রধান প্রধান ঘটনা সম্পর্কে অবহিত হচ্ছেন।

প্রখ্যাত লেখক ও চলচ্চিত্র প্রযোজক জহির রায়হান অভিযোগ করেছেন যে, বদর বাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বাঙালি বুদ্ধিজীবী হত্যার পিছনে একটি বৃহৎ শক্তি জড়িত আছে। তিনি স্থানীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বলেন, এই হত্যাকান্ড শুধু বদর কূপমন্ডুকদের দ্বারা সম্ভব হয়নি, মার্কিন গোয়েন্দা সার্ভিস কর্তৃক ইন্দোনেশিয়া, জর্দান এবং কঙ্গোতে পরিচালিত হত্যাকান্ডের সাথে এর প্রায় মিল রয়েছে।

জহির রায়হান তথ্য প্রকাশ করে বলেন, লে. জেনারেল নিয়াজীসহ কতিপয় পাকিস্তানি জেনারেল এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। কতিপয় উচ্চপদস্থ সরকারি কর্মচারীও এই ষড়যন্ত্রে দোসরের কাজ করে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এখনও এ ব্যাপারে কোন কার্যকরী সরকারি পদক্ষেপ গ্রহণ করা হয়নি। খুনী ও অপরাধী ব্যাক্তিরা ইতোমধ্যে জনগণের বিভিন্ন অংশে অনুপ্রবেশ করেছে এবং তাঁর নিকট অপরাধীদের এক পূর্ণাঙ্গ তালিকা রয়েছে। তিনি এ ব্যাপারে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের মাধ্যমে ষড়যন্ত্র ও হত্যারহস্য সমস্ত বিশ্বের কাছে উদ্ঘাটিত করতে সরকারের কাছে আবেদন জনান। তিনি বলেন, বদর দস্যুদের মুখোশ উন্মোচন না করলে জাতীয় নিরাপত্তার প্রতি তা হুমকি হয়ে থাকবে। এদের কঠোর হাতেই দমন করতে হবে। বদর পশুদের জঘন্য হত্যাকান্ডে দেশ তার সেরা সন্তান-সন্ততিদের হারিয়েছে।

উল্লেখ্য যে, সাংবাদিকদের মধ্যে কতিপয় সাংবাদিক বুদ্ধিজীবীদের বধ্য ভূমিতে একটি জাতীয় স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রস্তাব দিয়েছেন।

অকাশবাণীর খবরে বলা হয়, বিশ্বের আরও প্রায় ১২টি দেশ শীঘ্রই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতি প্রদান করবে বলে আশা করা যায়। এছাড়া ২০টিরও বেশী দেশ শীঘ্রই বাংলাদেশকে কার্যত স্বীকৃতি দিবে।

‘এনা’র খবরে বলা হয়, বাংলাদেশের প্রতিনিধি আবু সাঈদ চৌধুরী জাতিসংঘে বাংলাদেশের স্বীকৃতির প্রশ্নে রাশিয়া, বৃটেন যুগোস্লাভিয়া, রুমানিয়া,পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরী, বুলগেরিয়াসহ বেশ কয়েকটি দেশের সক্রিয় সাড়া ও সহযোগিতা লাভে সক্ষম হয়েছেন।

এ পি বি’র খবরে প্রকাশ, বাংলাদেশে পাক দখলদার বাহিনীর সাথে সহযোগিতাকারী আরও ১৮ জন চাঁইকে গ্রেফতার করা হয়েছে তারা হল:
০১. পিপি’র সাবেক চেয়ারম্যান, ঢাকার শান্তিবাগের মৌলানা নূরুজ্জামান
০২. সিদ্দিক বাজারের আব্দুল ওয়াদুদ এ্যাডভোকেট
০৩. শত্রুসেনার চরঢাকার ফিরোজ সিরাজী
০৪. শত্রুসেনার চর ও সাবেক নায়েক সুবেদার আজব খান
০৫. মরপুরের ইন্তিজা হোসেন
০৬. সূত্রাপুরের সামী আহমদ সিদ্দিকি
০৭. মগবাজারের হামিদ আলী আওয়ান
০৮. পাবনার বদর সদস্য মোহম্মদ আনিসুর রহমান
০৯. মিরপুরের মোহাম্মদ এজাজ হোসেন
১০. মিরপুরের মোস্তাক আহমদ এবং
১১. মোহাম্মদপুরের এজাজ আহমদ

সূত্রাপুরথানা থেকে টেলিফোনে প্রাপ্ত খবরে জানা গেছে, ১ জন রাজাকার ও বিভিন্ন অভিযোগে আরো ৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

তেজগাঁও থানা থেকে জানা গেছে নিখোঁজ বুদ্ধিজীবী ও অন্যদের খুঁজে বের করার জন্য বিভিন্ন গোপন আড্ডা ও স্থান তল্লাশী অব্যাহত রয়েছে। এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত অনুসন্ধানকারী দল প্রত্যাবর্তন না করায় এর ফলাফল জানা যায়নি।

তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ জাদুঘর

(ওএস/এএস/ডিসেম্বর ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test