E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জে ভি স্তালিন জন্মদিনের শপথ 

২০১৫ ডিসেম্বর ২৩ ২২:১১:৪৯
জে ভি স্তালিন জন্মদিনের শপথ 

শেখর রায়

সাম্রাজ্যবাদ ও স্বৈরাচার বিরোধী এক গৌরবজনক সংগ্রামের সার্থক রুপকার ছিলেন তিনি। দুনিয়ার সবহারা মানুষের ছিলেন চোখের মণি। সর্বহারা সাম্যবাদী দলের পরিচালক ছিলেন তিনি। শ্রমিক কৃষকের প্রতিনিধিত্তে এক শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছিলেন তিনি, ছড়িয়ে দিয়েছিলেন সেই বিশ্বাস সমগ্র বিশ্বে দেশে দেশে কোটি কোটি মানুষের মধ্যে, জাগিয়ে তুলেছিলেন লৌহদৃঢ় আত্মপ্রত্যয়। যিনি ছিলেন সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাকে যুদ্ধ ছাড়া বন্দী করা যেত না। সমগ্র দুনিয়ায় সাম্রাজ্যবাদ বিরোধী মেহনতি মানুষের প্রতিরোধী মঞ্চের যিনি ছিলেন দৃশ্যমান ইশ্বর।

সেই কারখানার এক মজুরী দাস বজ্র কঠিন হাতে গড়ে তুলেছিলেন সবিয়েত রাষ্ট্র ব্যবস্থা, গড়ে তুলেছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী ঐক্য মঞ্চ। পুঁজিবাদকে করে তুলেছিলেন অপ্রাসঙ্গিক। এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকাবাসীর মুক্তি সংগ্রামের প্রধান সহায়ক শক্তি কেন্দ্ররুপে মস্কোকে গড়ে তুলেছিল তার নেত্রিত্তে সবিয়েত কম্যুনিস্ট পার্টি। সর্বহারা মানুষের বিরোধী শক্তি একদা মহামতি লেনিন সহ আরও সহস্র বিপ্লবীকেকে ওরা সহজেই হত্যা করতে পেরেছিল, পারেনি তাকে। যিনি পেরেছিলেন বদলা নিতে। ধুলিস্যাত করে দিয়েছিলেন চক্রান্তকারী খুনি দুষ্ট চক্রকে। দুনিয়াকে হিটলার স্বৈরাচারের হাত থেকে রক্ষা করতে পেরেছিলেন তিনি। কিন্তু, তার দেহাবসানের পর, দুনিয়ার রাজনৈতিক মানচিত্র বদলাতে দেরি হয়নি। রাশিয়া সহ সব অঙ্গ রাজ্যগুলির মধ্যে লুকিয়ে থাকা পুঁজিবাদ সাম্রাজ্যবাদের দালালরা ইসলাম ও খ্রিস্ট ধর্মের আড়ালে থেকে ধ্বংস করে দিল সর্বহারা মানুষের এক ঐক্যবদ্ধ সংগ্রামের সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। দ্রুত বদলে গেল দুনিয়ার রঙ। দেশে দেশে প্রতিক্রিয়াশীল পরাজিত শক্তি সমুহ একের পর এক রাষ্ট্র দখলের বিজয়ের নিশান উড়িয়ে দিল। দুনিয়ার সব শোষিত নিপীড়িত খেটে খাওয়া মানুষের সামনে ঘনিয়ে এল এক দুর্ভেদ্য অন্ধকার। প্রকৃত মার্ক্সবাদী বিপ্লবী শক্তি নির্যাতনের সম্মুখীন আজ। আর মেকি মার্ক্সবাদীরা প্রতিক্রিয়াশীল চক্রের সাহায্যে পিছনের দরজা (নির্বাচন) দিয়ে রাষ্ট্র ক্ষমতা লাভের দৌড়ে নাম লিখিয়েছে। তবু অত্যাচারী নিপীড়িত মানুষকে চিনে নিতে হবে তাদের প্রকৃত বন্ধু কারা আর কারা তাদের শ্রেণীশত্রু। তাই সাবধান।

শেখর রায়, বিশিষ্ট লেখক-গবেষক, কোলকাতা

(এস/এস/২৩ ডিসেম্বর ২০১৫)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test