E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উপজেলা নির্বাচন হোক এমপির প্রভাবমুক্ত

২০১৯ মার্চ ১৮ ১৬:০৭:০৬
উপজেলা নির্বাচন হোক এমপির প্রভাবমুক্ত

মানিক বৈরাগী


বর্তমান আওয়ামীলীগ সরকারে প্রথম স্থানীয় সরকার নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন। বর্তমান সরকার ও সরকার প্রধান মানময়ী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই নির্বাচন কে খুবই অর্থবহ ও উজ্জল দৃষ্টান্ত মুলক করতে চান ও রাখতে চান।

কিন্তু প্রধানমন্ত্রীর এই সুন্দর কর্ম, চিন্তা ও অভিপ্রায় কে প্রশ্নবিদ্ধ করে বারবার আওয়ামীলীগ এর এমপি মন্ত্রীরা। তাদের অরাজনৈতিক সুলব আচরণে সাধারন জনতা ও আওয়ামীলীগ কর্মীরা আজ বিভ্রান্ত ও হতাশ। পত্র-পত্রিকায় কুৎসা ও রটনা কম হচ্ছে না। আমাদের আওয়ামীলীগ এমপিদের তাদের অবস্থান ও দায়িত্ব সম্পর্কে যখন তারা ওয়াকিবহাল নন তখন আমাদের কয়েক কলম লিখতে সুবিধে হয়।

সাম্প্রতিক আওয়ামীলীগ এমপি মন্ত্রী নেতাদের একটি মানসিক সমস্যা দেখা দিচ্ছে ইদানিং। তাহারা নেতা না হওয়ার পুর্বে অধিক সহনশীল, উদারনীতিক, গণতন্ত্রী ভাব নেয়।তাহারা ক্ষমতা বিকেন্দ্রি করণের কথা বলে। কিন্তু এবার দেখছি তারা আর ও পথে নেই। এখন তাহারা স্থানীয় সরকার নির্বাচনে নিজের তল্পিবাহক কে চেয়ারম্যান, মেম্বার,ভাইস চেয়ারম্যান বানাতে চায়।তাহারা ভুলে যায় সংঘটনের গণতান্ত্রয়ানের কথা, ক্ষমতার বিকেন্দ্রি করণের কথা। তাহারা খুব বেশী তোষামেদ প্রিয় মোসাহেব প্রিয় নেতা বানাতে চায়।

আমার মনে প্রশ্ন জাগে তাহাদের রাজনৈতিক আদর্শিক,নৈতিক,রাজনৈতিক শিক্ষা সম্পর্কে। প্রশ্ন জাগে তাহাদের প্রতি, তাহারা নিজেরাই নিজেদের প্রতি আস্থা রাখেন কি না।তাহারা নিজেরাই নিজেদের রাজনীতির প্রতি বিশ্বাসী কি না? তাহারা সবখানে এত সিন্ডিকেট প্রবণ কেন? প্রশ্ন জাগে তাহারা তাহাদের পরিবারের প্রতি আস্থা রাখেন কি না? পরিবার পরিজনের প্রতি আস্থাই রাখেন তাহলে সংঘটনের গণতন্ত্রায়ণের প্রতি এতো আস্থাহীন কেন?

সর্বোপরি তাহারা ছুড়ান মুহুর্তে শেখ হাসিনার প্রতি আস্থা রাখেন কি না?তাহারা শেখ হাদিনার নির্দেশ, আবেদন নিবেদনে বিশ্বাসী কি না? তাহারা জনগণ ও ভোটারের প্রতি আস্থা রাখেন কি না?

তবে হ্যা প্রগতিশীল, মুক্তিযুদ্ধের চেতনার ধারায় বাংলাদেশ কে ফেরাতে, বিএনপি জামাতের জঙ্গীবাদী, দুর্নীতির করাল গ্রাস থেকে মুক্ত করতে, সংবিধানের সম্মান রক্ষা করতে, অসমাপ্ত যুদ্ধাপরাধীর বিচার,২১শে আগস্টের বিচার, জেল হত্যার বিচার সহ অসংখ্যা কুখ্যাত আন্তর্জাতিক অপরাধের বিচার চলমান রাখতে নির্বাচন সুসম হয়নি।নির্বাচন পর্যাপ্ত সুন্দর হয়নি। তাই বলে সব নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করা একটি গণতান্ত্রিক সরকার ও আওয়ামীলীগ এর পক্ষে অসম্ভব। এটি মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ কে প্রশ্নবিদ্ধ করার মতো। কথা হচ্ছে মান্যবর গণ্যবর এমপি নেতা আপনারা যদি এশিয়ার বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক লড়াই সংগ্রামের ঐতিহ্য পুর্ন রাজনৈতিক দল কে যদি ধারণ করে থাকেন আপনারা আপন দলিয়া কর্মী দের মধ্যে বিভাজন করবেন কেন?

সুষ্ট পুষ্ট অবাধ নিরপেক্ষ ভয়হীন ভোটের মাধ্যমে ভোটার কে ভোট প্রদানে উৎসাহিত করুন। এই উপজেলা নির্বাচনে সংসদিয় আসনে যদি দুটি উপজেলা পরিষদ থাকে সেখানে এমপি সাহেবেরা তাহাদের পছন্দের প্রার্থী যদি স্বতন্ত্র ও আওয়ামীলীগ এর বিদ্রোহী প্রার্থী হয় সেখা তিনি তার পছন্দের পক্ষে অন্যায্য প্রভাব বিস্তার করছেন প্রকাশ্যে। আর যে উপজেলায় পছন্দের প্রার্থী যদি নৌকার প্রার্থী হয় সেখানে বিদ্রোহী প্রার্থী কে দাবড়ানি দিচ্ছেন। এতে জনমনে কি প্রশ্ন হতে পারে আপনি ও আপনার আওয়ামীলীগ সম্পর্কে।
আবার অনেক উপজেলায় আওয়ামীলীগ এমপি গণ যেকোন প্রকারে পছন্দের প্রার্থী কে যেকোন প্রকারে বিনা ভোটে নির্বাচিত করাচ্ছেন। এই গভীর রাতে এ লেখা লেখার পেছনে কিছু খবর পাঠ প্রতিক্রিয়া মুলত।
নির্বাচন কমিশন এমপি মন্ত্রীদের এলাকা ছাড়ার নির্দেশ, এমপিকে বাসায় অবরুদ্ধ করে রেখে আইনশৃঙ্খলা বাহিনী। এমপি কে প্রয়োজনে গ্রেফতারের জন্য নির্দেশ দেয়া আছে।

নির্বাচন কমিশনের এসব নির্দেশ ও খবরের মধ্য দিয়ে জন মনে মাননীয় সংসদ সদস্য ও সরকার ব্যবস্থাপনা সম্পর্কে কেমন জনমত তৈরি হতে পারে বলে আপনাদের কি মনেহয়। সরকার ও দেশরত্ন শেখ হাসিনা সম্পর্কে কেমন নেতিবাচক ধারনা সৃষ্টি হতে পারে একবার ও কি চিন্তা করেছেন। যে কাজ ও আচরণ এক সময় জিয়া এরশাদ খালেদা তারেক এর সময়ে আমরা দেখেছি। আমি জিয়ার সময়ে প্রাইমারী স্কুলে, এরশাদের সময়ে হাইস্কুল ও কলেজে। আর খালেদা ও খালেদা-নিজামী-তারেকের সময় আমরা এসব নিয়ে হাসাহাসি করতাম। বক্তব্য রাখতাম। এখন আপনাদের আচরণে তাই প্রমানিত হচ্ছে না তো?
আপনার নিজেরাই বিতর্কিত হচ্ছেন পাশাপাশি সরকার, নির্বাচন কমিশন, আওয়ামীলীগ কেও বিতর্কিত করছেন। আর এসব করছেন মুজিব কোট গায়ে দিয়ে। এতে পিতা মুজিব কেও অপমান করছেন। বর্তমান আওয়ামীলীগ সরকারের অধিনে প্রথম স্থানীয় সরকারে অন্যতম ইউনিট উপজেলা পরিষদ নির্বাচন কে সুন্দর ও গণতান্ত্রিক রাখি।নিজেদের মান নিজেরাই রক্ষা করি।

লেখক : কবি ও নব্বইর ছাত্রনেতা।

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test