E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভালো-মন্দের দোলাচলে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই

২০২১ ফেব্রুয়ারি ০২ ১৫:৫৮:২৮
ভালো-মন্দের দোলাচলে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই

আবীর আহাদ


বহু আন্দোলন সংগ্রাম ও লেখালেখির ফলশ্রুতিতে জামুকা ৩০ জানুয়ারি থেকে বেসামরিক গেজেট ও বাতিলকৃত বাহিনী গেজেটধারীদের যে যাচাই বাছাই কার্যক্রম শুরু করেছে, তা চলমান থাকায় এর ফলাফল সম্পর্কে কোনো মন্তব্য করা সমীচীন নয় । তবে গত ২/৩ দিন ধরে সারা দেশের বিভিন্ন উপজেলা ও থানায় যাচাই বাছাইয়ের গতিপ্রকৃতি ও ধরনধারণের যেসব খবর আসছে তাতে দেখা যাচ্ছে, কোথাও কোথাও মোটামুটি ভালো হয়েছে । আর যেখানে মন্দ হয়েছে তো বেশ মন্দই হয়েছে । এই ভালো-মন্দের দোলাচলের মধ্যে মন্দের যে খবর পাওয়া যাচ্ছে, সেখানে নাকি বিপুল আর্থিক অনৈতিকতা ও ক্ষমতাসীন এমপি-নেতাদের হস্তক্ষেপ কাজ করেছে ! পাশাপাশি ২০১৭ সালের যাচাই যাচাই কমিটির যেসব বাণিজ্যিক ধান্দাবাজ সদস্য এবারও যাচাই বাছাই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের নেতৃত্বে সেসব স্থানে মন্দ কাজ হয়েছে বলে জানা গেছে । অপরদিকে যেসব এলাকায় বীর মুক্তিযোদ্ধারা এবং যাচাই বাছাই কমিটির সদস্যরা তাদের জাতীয় মর্যাদাকে সমুন্নত রেখে সব লোভ-লালসা, রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবকে উপেক্ষা করে সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যাচাই বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, সেসব স্থানে ভালো যাচাই বাছাই হয়েছে। তবে যেহেতু যাচাই বাছাইয়ের কাজ চলছে, তাই এ মুহূর্তে ফলাফল সম্পর্কে আগাম সিদ্ধান্তে আসা সম্ভব হচ্ছে না ।

আমি তো অনেক পূর্ব থেকে বলে আসছি যে, জামুকার বর্তমান গৃহীত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই পদ্ধতি কোনো সঠিক পদ্ধতি নয় । কারণ অর্থ, আত্মীয়তা ও রাজনৈতিক প্রভাব এসবের পশ্চাতে মুখ্য ভূমিকা পালন করে থাকে। দেশের সমাজ বাস্তবতার নিরিখে প্রশাসন, যাচাই বাছাই কমিটির সদস্য ও সাক্ষ্যদাতারাদের পক্ষে উপরোক্ত প্রভাবসমূহের ঊর্ধে উঠে স্বাধীন ও নিরপেক্ষভাবে কার্যক্রম পরিচালনা করা সত্যি কঠিন। সেক্ষেত্রে বঙ্গবন্ধুর ১৯৭২ সালের মুক্তিযোদ্ধা সংজ্ঞার আলোকে একটি "স্বাধীন বিচার বিভাগ ও সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত জাতীয় তদন্ত কমিশন" গঠন করে যাচাই বাছাই পরিচালনা করা হলেই কেবল সঠিক ফলাফল অর্জিত হতে পারে । কিন্তু জামুকার মহাপণ্ডিত মহাশয়রা আমাদের সুপারিশ কর্ণপাত না করে একটি দুর্বল নির্দেশনা দিয়ে যেভাবে যাচাই বাছাই করছেন, তাতে কস্মিনকালেও আশানুরূপ ফল লাভ করা সম্ভব নয় ।

কারণ দুর্নীতির সব পথ খোলা রেখে দুর্নীতি যেমন বন্ধ করা যায় না, তেমনি গোঁজামিলের নির্দেশনা দিয়ে অর্থ, আত্মীয়তা ও রাজনৈতিক প্রভাবের ঊর্ধে উঠে সঠিকতা আশা করা বাতুলতা মাত্র। তারপরও জাতীয় স্বার্থে এবং বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক অবস্থা বিবেচনা করে আমরা বাধ্য হয়ে জামুকা গৃহীত কার্যক্রমকে দ্ব্যর্থহীন সমর্থন জানিয়েছি। এবং এ ব্যবস্থার পশ্চাতে সংঘটিতব্য অনৈতিক কার্যকলাপ প্রতিরোধকল্পে সব যাচাই বাছাই এলাকার মধ্যে ও যাচাই বাছাই কেন্দ্রের আশেপাশে এনএসআই ডিজিএফআই এসবি ডিবি ও দুদকের নিশ্ছিদ্র গোয়েন্দা জাল বিস্তারের সুপারিশ করেছিলাম। কিন্তু অবস্থা অনুধাবন করে পরিলক্ষিত হচ্ছে যে, জামুকা আমাদের এ সুপারিশ আমলে নেয়নি।

মুক্তিযোদ্ধা যাচাই বাছাই চলছে । চলুক । আমরাও পর্যবেক্ষণ করতে থাকি । তবে বীর মুক্তিযোদ্ধা ও যাচাই বাছাই কমিটির প্রতি সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, বীর মুক্তিযোদ্ধাদের ঐতিহাসিক জাতীয় মর্যাদার আলোকে চলমান যাচাই বাছাই কার্যক্রম যাতে সুন্দর সুষ্ঠু ও সঠিকভাবে পরিচালিত হয়ে একটি ভুয়ামুক্ত মুক্তিযোদ্ধা তালিকা প্রণীত হয়, সেদিকে সবাই দৃষ্টি রাখবেন ।

আমরা তাহলে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমে আত্মনিয়োগ করি । ফলাফল পর্যন্ত অপেক্ষা করি । ফলাফল প্রাপ্তির পরেই আমরা আমাদের অভিমত প্রকাশসহ ভবিষ্যত কর্মপন্থা গ্রহণ করবো ।

লেখক :চেয়ারম্যান, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ।

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test