E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রোজিনা ইসলাম শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন 

২০২১ মে ২৪ ১৪:১৫:৩৪
রোজিনা ইসলাম শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন 

শিতাংশু গুহ


প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলাম জামিন পেয়েছেন, তবে তাঁর পাসপোর্ট জমা রাখতে হয়েছে। কেউ কেউ এটিকে শর্তসাপেক্ষে জামিন বলতে চাইছেন। কেউ কেউ বলছেন, রোজিনা সাংবাদিক হওয়ায় বেঁচে গেলেন, তদুপরি তিনি মহিলা, বাচ্চা আছে। এজন্যে রিমান্ড হয়নি, হলে খবর আছিলো! মামলাটি এখন চলবে, যদিনা অন্য কিছু ঘটে। ঘটনা সেমসাইড, সম্ভবনা উড়িয়ে দেয়া যায়না। ইতিমধ্যে রোজিনার সম্পদের হিসাব-নিকাশ বের হচ্ছে। দেশের অনেক সাংবাদিক এখন ধনী জেনে ভালো লাগলো। 

তবে রোজিনা নিগ্রহ ঘটনাটি দু:খজনক, গণতন্ত্রের জন্যে সুখকর নহে। এতে মিডিয়ার দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে। দেশের বিচার বিভাগ আগেই ধ্বংস হয়েছে। মিডিয়া গেছে। জনপ্রতিনিধিরা জনবিচ্ছিন্ন, সরকার আমলা নির্ভর। রোজিনার সাথে অন্যায় করা হয়েছে। তাঁর গাঁয়ে হাত দেয়া হয়েছে। তাঁকে গলাচেপে ধরা হয়েছে। তাঁকে হেনস্তা করা হয়েছে। এটি রোজিনার গলাচেপে ধরা নয়, মিডিয়ার কণ্ঠরোধ। ওয়াশিংটন পোষ্ট নিউজ করেছে। জাতিসংঘ প্রতিবাদ করেছে। বিদেশমন্ত্রী বলেছেন, এঘটনায় পররাষ্ট্র দফতরকে নানা প্রশ্নের উত্তর দিতে হবে! বিশ্বে নেতিবাচক প্রভাব পড়েছে।

সাংবাদিকরা একটু-আধটু প্রতিবাদ করেছেন, খুব বেশি করার সুযোগ নেই, কারণ সরকারকে ‘নাখোশ’ করা যাবেনা, তাই মেমোরেন্ডাম দেয়া বা মন্ত্রীর সাথে দেখা করাই একমাত্র রাস্তা। রোজিনা জনস্বার্থে তথ্য সংগ্রহ করতে সচিৰালয়ে গেছেন। তথ্য চুরি করতে যাননি। তথ্য পেলে হয়তো তা প্রকাশ করতেন। শোনা যায়, রাশিয়ার সাথে করোনা ভ্যাকসিন সংক্ৰান্ত ডক্যুমেন্ট তিনি দেখছিলেন। মিডিয়ায় এসেছে, রাশিয়া সরকার-সরকার চুক্তিতে আগ্রহী, স্বাস্থ্য মন্ত্রণালয় মধ্যস্থকারী রাখতে আগ্রহী। প্রশ্ন হলো, তিনি যে কক্ষে ডক্যুমেন্ট দেখছিলেন, সেখানে একা থাকেন কিভাবে?

রোজিনা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। একটি গোষ্ঠী তাঁকে সামনে রেখে এগুতে চাইছেন। সংশ্লিষ্ট স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা বদলী হয়েছেন। স্বাস্থ্য সচিব জেবুন্নেছা’র সম্পত্তির খোঁজখবর মানুষ জেনেছে। ইতিমধ্যে রোজিনার বান্ধবী ও তাঁর বাবার কথোপকথন মানুষ জেনেছে; কোটি টাকা অগ্রিম ভিডিও দেখেছে। এ ঘটনায় একটি লাভ হয়েছে, মন্ত্রীরা কিছুদিন বলবেন না যে, ‘বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা বিশ্বে অনন্য নজীর। ভবিষ্যতে এঘটনা রেফারেন্স হিসাবে আসবে। বাংলাদেশে দু’টি মিথ্যা প্রায়শ: উচ্চারিত হয় (১) দেশে মিডিয়া ও বিচার বিভাগ স্বাধীন (২) বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। দু’টোই ডাহা মিথ্যা, শুধু বলার জন্যে বলা!

রোজিনা ইস্যুতে এমপি’রা মুখ খুলেননি। এর কারণ হয়তো প্রধানমন্ত্রী মুখ খুলেননি অথবা সাংবাদিকদের ক্ষেপিয়ে লাভ কি? স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য ঠিক হয়নি। মন্ত্রী হলেই কি আবোলতাবোল বলতে হয়? বছরখানেক আগে রোজিনা একটি রিপোর্ট করেছিলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতেই রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি’ -কারো কারো মতে ‘এজন্যেই কি রোজিনা জেলে’? তাঁর বিরুদ্ধে মামলাটি বেশ শক্ত। তাঁর স্বামী ঠিকাদার, স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্যবসা আছে। রোজিনা ‘ধোয়া তুলসীপাতা’ তা নয় মানুষ তা বুঝেছে, তবে সাংবাদিকের সাথে এমন আচরণ কেন তা রহস্যময়।

মানুষ অবশ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৫/৬ঘন্টার পুরো কাহিনী জানতে চায়, যদিও সেটা হয়তো কখনোই প্রকাশ পাবেনা। সরকার এখন ‘আইন নিজস্ব গতিতে চলবে’-এ নীতিতে এগুবেন। সাংবাদিকরা চাইবেন যে, মামলাটি চাপা পরে যাক, কারণ এতে মিডিয়ার ভাবমূর্তিতে ক্ষুন্ন হবার সম্ভবনা থাকবে। তাই নীরবে লবিং চলবে। রোজিনা দুইবার প্রধানমন্ত্রীর সাথে নিউইয়র্ক এসেছেন। তাঁর স্বামী যুবলীগ নেতা। আপাতত: রোজিনা নাটকের ইন্টারভেল। মাঝেমধ্যে পর্দা উঠবে, নামবে। কিন্তু সমাপ্তি দূর-অস্ত। অন্য ইস্যু এসে পড়লে ‘রোজিনা কাহিনী’ চাপা পরে যাবে।

লেখক : আমেরিকা প্রবাসী।

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test