E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রী অনেক কিছুই করছেন, একজন মুক্তিযোদ্ধার জন্যে এটুকু করলে ভালো হতো   

২০২১ আগস্ট ০৪ ১৪:০৭:২০
প্রধানমন্ত্রী অনেক কিছুই করছেন, একজন মুক্তিযোদ্ধার জন্যে এটুকু করলে ভালো হতো   

শিতাংশু গুহ


মাত্র সেদিন ফটো সাংবাদিক লুৎফর রহমান বিনু’র শোক সভায় যোগ দিলাম, বিনু’র মেয়ে ও অন্যদের ভাষ্যমতে ভুল চিকিৎসা বা বিনা চিকিৎসায় বিনু মারা গেছেন। করোনা কালে মৃত্যু সংবাদ শুনতে শুনতে আর ভালো লাগেনা। এরমধ্যে সোমবার রাতে শুনলাম আমার বাল্যবন্ধু চাঁদপুর মিশন রোডের মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী মিলন-র ষ্ট্রোক করেছে। শুনে আঁতকে উঠলাম। মিলনের ফোনে কল দিলাম, কেউ ধরলো না। কল দিলাম ক্যালিফোর্নিয়ায় ছোট বোন বিজলীকে। পেলাম না, পরে বিজলী কল দিলো, জানলাম মিলন বাসায় চিকিৎসাধীন! জানালো হাসপাতালে নিয়ে গিয়েছিলো, ডাক্তার বাড়ী পাঠিয়ে দিয়েছেন। 

ষ্ট্রোকের রুগীকে বাড়ী পাঠিয়ে দিয়েছে শুনে অবাক হলাম। জানতে চাইলাম, এখন কেমন আছে? বিজলী বললো, ডান পাশটা নাড়াতে পারছে না, কথা বলছে শুধু দু’একটি শব্দ, সম্পূর্ণ বাক্য নয়। আমেরিকায় পিএচডি অধ্যায়নরত মিলনের ছোট ছেলে রুশো জানায়, ওঁর বাবা অসুস্থ হয় সোমবার ১লা আগষ্ট আমেরিকার সময় বিকাল ৫টা, অর্থাৎ বাংলাদেশে রাত ৩টায়। মঙ্গলবার ভোরে রব্বানীকে শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনষ্টিটিউট অফ নিউরো সায়েন্স ও হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাঁকে ভর্তি না করে বাড়ী পাঠিয়ে দেয়? ইতিমধ্যে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন জেনে যায়, ছেলের এক ডাক্তার বন্ধু অবিলম্বে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেয়।

সেইমত ৩রা আগষ্ট মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী শমরিতা হাসপাতালে ভর্তি হয়, এবং তিনি এখন ৩০৪ নম্বর কক্ষে ডাঃ দীন মুহাম্মদের চিকিৎসাধীন আছেন। অবস্থা অপরিবর্তিত, যদিও খুবই সামান্য অগ্রগতি আছে, মিলন ডান-পা নাড়াতে পারছে না বটে, তবে আঙ্গুল নাড়াতে পারছে। মিলনের স্ত্রী মলি এবং আর এক ছোট বোন শেলী জানতে চাইলো মুক্তিযোদ্ধা হিসাবে মিলন উন্নত চিকিৎসা পেতে পারে কিনা? বললাম, প্রধানমন্ত্রী কানে পৌঁছলে সেটা সম্ভব, কারণ তিনি মুক্তিযোদ্ধাদের বিশেষ দেখভাল করে থাকেন। ইতিমধ্যে অনেকের সাথে আমার কথা হয়েছে, জানলাম সেই নিউরো-হাসপাতালে ‘ভিআইপি’ ছাড়া নাকি অন্যদের ভর্তি করানো হয়না। ভাবলাম, ষ্ট্রোকের রুগীকেও না?

ভাবছিলাম, আমার বন্ধু রব্বানীর যদি একাংশ প্যারালাইসিস হয়ে যায়, এরজন্যে দায়ী কে হবেন? এমনিতে রব্বানীর স্বাস্থ্য ভালো, মোটামুটি রুটিন চেক-আপ করতো। তবু-! করোনা অনেক কিছু উল্টেপাল্টে দিচ্ছে, রব্বানীর আমেরিকা আসার কথা ছিলো, ভিসা আছে, করোনার জন্যে পিছিয়ে যাচ্ছে। একটু সুস্থ হলে হয়তো আমেরিকা এনে চিকিৎসা সম্ভব, অথবা ভারত বা সিঙ্গাপুর। কেউ কি সরকারের কাছে বা প্রধানমন্ত্রী দফতরে এই সংবাদ পৌঁছাবেন? আমার বন্ধু বলে বলছি না, দেশে এখন মিলনের মত ভালো মানুষ খুব বেশি নেই, মিলন হারিয়ে যাক তা চাইনা। প্রধানমন্ত্রী তো অনেক কিছুই করছেন, একজন মুক্তিযোদ্ধার জন্যে এটুকু করলে ভালো হতো।

লেখক : আমেরিকা প্রবাসী।

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test