E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তিযুদ্ধে যোগদান উপলক্ষে মুজিবনগর সরকারের কাট অফ ডেট সংজ্ঞা

২০২১ আগস্ট ২৬ ২৩:৫১:৪৩
মুক্তিযুদ্ধে যোগদান উপলক্ষে মুজিবনগর সরকারের কাট অফ ডেট সংজ্ঞা

আবীর আহাদ


যতদূর মনে পড়ে, মুক্তিযুদ্ধ পরিচালনাকারী মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধে অংশগ্রহণেচ্ছু সামরিক ও বেসামরিক ব্যক্তিদের জন্যে একটি সময়সীমা নির্ধারণ করেছিলেন। সেটি ছিলো এমন যে, যারা ২১শে নভেম্বরর মধ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তারাই কেবল মুক্তিযোদ্ধা হিশেবে গণা হবেন। এটাকে বলা হতো কাট-অফ-ডেট। অর্থাত্ ২১ শে নভেম্বরের পরে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য গিয়েছিলেন, তাদেরকে মুজিবনগর সরকার 'মুক্তিযোদ্ধা' বলে স্বীকার করেনি। যেমন ৩ রা ডিসেম্বর (বঙ্গবন্ধু হত্যাকারী) তৎকালীন ক্যাপ্টেন ফারুক, ক্যাপ্টেন রশিদ, ক্যাপ্টেন বজলুল হুদাসহ বেশকিছু সামরিক কর্মকর্তা পাকিস্তান থেকে ভারতে এলেও তাদেরকে মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধে নেননি। তাদেরকে বরং পাকিস্তানের গুপ্তচর বলে সন্দেহের তালিকায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর তত্ত্বাবধানে রেখে দেয়া হয়েছিলো।

মুক্তিযুদ্ধে যোগদান উপলক্ষে মুজিবনগর সরকার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারিও করেছিলেন। কারণ হিশেবে নভেম্বরের প্রথম সপ্তাহে ধরে নেয়া হয়েছিলো যে, বাংলাদেশ অচিরেই স্বাধীন হতে চলেছে, তাই ২১ শে নভেম্বরে সমস্ত সশস্ত্রবাহিনী (সামরিক ও বেসামরিক)-কে একক কমাণ্ডে ন্যস্ত করা হয়েছিলো। তখন এটাই চিন্তা করা হয়েছিলো যে, নভেম্বরের পরে যারা মুক্তিযুদ্ধে যোগদানের জন্যে আসছে, তারা মূলত: স্বাধীনতার সুফল ভোগ তথা সুযোগ গ্রহণের নিমিত্তে আসছে, যার মধ্যে অধিকাংশই ছিলো রাজাকার ও সুবিধাবাদীচক্র। যার ফলে ঐ কাট-অফ-ডেট জারি করা হয়েছিলো।

যতদূর মনে পড়ে এ ধরনের একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিলো তাহলো: "People who joined liberation war before November 21, 1971, is to be treated as freedom fighter ". That's the cutoff date, because victory of freedom fighters was very visible in the month of November first week.

অপরদিকে দেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭২ সালের আগস্ট মাসে বঙ্গবন্ধু সরকার কারা 'মুক্তিযোদ্ধা' বলে গণ্য হবেন, সে-লক্ষ্যে একটা সংজ্ঞা জারি করেছিলেন। যা ছিলো এমন : মুক্তিযোদ্ধা মানে এমন একজন ব্যক্তি যিনি যেকোনো একটি সশস্ত্র বাহিনীর সাথে জড়িত থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন = Freedomfighter means any persons who had served as a member of any force engaged in the War of Liberation।

মুজিবনগর সরকার ও বঙ্গবন্ধু সরকারের মুক্তিযোদ্ধা সংজ্ঞার বাইরে 'মুক্তিযোদ্ধা' নিয়ে যা হয়ে আসছে তা ইতিহাস ও মুক্তিযুদ্ধের নিয়মের চরম বিকৃতি। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত কোনো সুস্থ ও সৎ ব্যক্তির পক্ষে এ বিকৃতি মেনে নেয়া সম্ভব নয়। অথচ আমরা বিস্মিত হচ্ছি যে, যারা মুক্তিযুদ্ধের সংজ্ঞা ও নিয়মের বাইরে অর্থ, আত্মীয়তা ও রাজনৈতিক প্রভাবে মুক্তিযোদ্ধা সাজছেন এবং যারা তাদের মুক্তিযোদ্ধা হিশেবে স্বীকৃতি দিয়ে চলেছেন তারা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করে চলেছেন। আজ না হোক কাল তাদের এদেশের মাটিতে কঠিন বিচারের সম্মুখীন হতেই হবে।

লেখক : চেয়ারম্যান, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ।

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test