E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শোকাবহ আগস্ট

২০২২ আগস্ট ০২ ১৬:৪৯:৫৩
শোকাবহ আগস্ট

আসম আব্দুর রহিম পাকন


বাংলাদেশের ইতিহাসে আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সকল সদস্যকে (পরম করুণাময় আল্লাহ পাকের অশেষ রহমতে তাঁর ২ কন্যা দেশের না থাকার কারণে প্রাণে বেঁচে আছেন) নৃশংসভাবে হত্যা, স্বাধীন বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করার মাস।

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু’র স্বপ্নের সদ্য স্বাধীন বাংলাদেশের পতাকা বিশ্বের মানচিত্রে স্থান লাভ করে। ১৯৭২ সালের ১০ই জানুয়ারি স্বাধীনতার সুমহান স্থপতি, বাঙালি জাতির সন্তান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে পাক সেনাবাহিনী দ্বারা বিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে পদার্পণ করেন। সেদিন বাংলার মুক্তিকামী জনগণ সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে ফিরে পেয়ে সারা বাংলাদেশ ছিল উৎসবমুখর। জাতির পিতা বঙ্গবন্ধু তাঁর পরিবারের চেয়ে বাংলার মানুষকে এতই ভালোবাসতেন এবং মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের ত্যাগের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাতে ঢাকা বিমানবন্দর থেকে সরাসরি রেসকোর্স ময়দানে বাংলার মানুষের সম্মুখে হাজির হন। সেখানে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং বাংলার জনগণকে বিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে উদাত্ত আহ্বান জানান। বাংলার জনগণ তার সেই আহবানে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন।

সেই সাথে জনগণ “আমার নেতা তোমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব” বলে শ্লোগানে চারিদিকে প্রকম্পিত করেন। কিন্তু মুক্তিযুদ্ধে পরাজিত শত্রুরা ও দলের মধ্যে এবং বাইরের কিছু অতি বিপ্লবীরা ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু’র উন্নয়নের ধারাকে ব্যাহত করার লক্ষে লুটতরাজ, সন্ত্রাস ও হত্যা রাজনীতির মাধ্যমে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করে। সেই সুযোগের সদ্ব্যবহার করে আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্রকারীদের দ্বারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা তাঁর দেশে অবস্থানরত পরিবারের সকল সদস্যকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট রাতের অন্ধকারে নৃশংসভাবে হত্যা করা হয়। যেটা বিশ্বের ইতিহাসে জঘন্যতম হত্যাকা-।

১৭ই আগস্ট ঢাকাসহ দেশের ৩০০টি স্থানে আধা ঘন্টার ব্যবধানে সিরিজ বোমা হামলা। বিএনপি-জামাতের শাসনামলে ২০০৫ সালের ১৭ই আগস্ট সরকারি মদদে সারা বাংলাদেশ জঙ্গিবাদী যে সমস্ত সংগঠনগুলো সোচ্চার হয়ে ওঠে তারমধ্যে অন্যতম ছিল জামায়াতুল মুজাহিদী বাংলাদেশ (জেএমবি)। তাদের উদ্দেশ্য ছিল বিশ্বের দরবারে বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করা এবং বাংলাদেশ থেকে যেন অসাম্প্রদায়িক চেতনাকে মুছে ফেলে একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করা।

এই দিনে বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে মুন্সিগঞ্জ বাদে অবশিষ্ট ৬৩টি জেলার ৩০০টি স্থানে প্রায় ৫০০ বোমা হামলা ঘটানো হয়। এই হামলার ফলে ২জন নিহত ও প্রায় ২০০ জন নিরীহ মানুষ গুরুত্বর আহত হয়।

২১ শে আগস্ট মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলা।

২০০৪ সালের ২১শে আগস্ট জঙ্গি বিরোধী ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের কার্যালয় সম্মুখে বঙ্গবন্ধু এভিনিউতে এক প্রতিবাদ সভার আহবান করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। বিকাল ৫টা সময় জননেত্রী শেখ হাসিনা সভাস্থলে পৌঁছান। সেখানে ট্রাকের উপর মঞ্চ তৈরি করা হয়েছিল। জননেত্রী শেখ হাসিনা বক্তব্যর শেষ পর্যায়ে তাঁর নেতৃত্বে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেবেন। তিনি যখন মঞ্চ থেকে নেমে আসছেন ঠিক সেই মুহুর্তে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে হাওয়া ভবনের উত্তরসূরী তারেক জিয়া’র নীল নকশা ও নির্দেশনায় চার দলীয় ঐক্যজোট সহ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ এর সঙ্গে সমন্বয় করে জননেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা পরিচালিত করা হয়। এই হামলায় তৎকালীন আওয়ামী লীগের নারীনেত্রী প্রয়াত রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ ২৪ জন নিহত ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ প্রায় ৩০০ জন। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করা।

আসুন আমরা এই শোকাবহ আগস্ট মাসে শপথ গ্রহণ করি মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে শোককে শক্তিতে পরিণত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করি।

জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।

লেখক : বীর মুক্তিযোদ্ধা, সাবেক ছাত্রনেতা ও সাবেক উপদেষ্টা পাবনা জেলা আওয়ামীলীগ।

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test