E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সরকার পিছু হটেছে!  

২০২৩ এপ্রিল ১৪ ১৬:০৭:৫৯
সরকার পিছু হটেছে!  

শিতাংশু গুহ


শুভ নববর্ষ। জয়বাংলা। জয় বঙ্গবন্ধু। দেশে শিক্ষাবোর্ড মঙ্গল শোভাযাত্রা থেকে পশ্চাদপসারণ করেছে। বঙ্গবন্ধু থাকলে এটি হতোনা। আশার কথা, সরকার সরে গেলেও মুক্তিযুদ্ধের চেতনায় লালিত তরুণ প্রজন্ম সরে যায়নি। দেখা যাক ঘটনা কি? 

১১ই এপ্রিল ২০২৩: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দফতর: (১). পহেলা বৈশাখ ১৪৩০: জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে। (২). সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে আড়ম্বরে বাংলা নববর্ষ পালন করতে হবে। ইউনেস্কো কর্তৃক ‘মঙ্গল শোভাযাত্রা’ Intangible Cultural Heritage হিসাবে স্বীকৃত হওয়ায় গুরুত্বসহ প্রচার করতে হবে। সকালে আবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে ৱ্যালি করতে হবে।

১৩ই এপ্রিল ২০২৩: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দফতর: (১). পহেলা বৈশাখ ১৪৩০: জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে, রমজানের পবিত্রতা ও ভাবগম্ভীর্য রক্ষা করতে হবে। (২). সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় রমজানের পবিত্রতা রক্ষা ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে আড়ম্বরে বাংলা নববর্ষ পালন করতে হবে।

মাদ্রাসা শিক্ষা অধিদফতর ১৩ই এপ্রিল ২০২৩ এক বিজ্ঞপ্তিতে বলেছে: মাহে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে জাতীয় সঙ্গীত পরিবেশন ও কোরান তেলওয়াত করে বাংলা নববর্ষ-১৪৩০ পালন করতে হবে।

মাত্র ৪৮-ঘন্টার ব্যবধানে সরকার ‘মঙ্গল শোভাযাত্রা’ থেকে পশ্চাদপসারণ করেছেন।

নিউইয়র্কে মামলা খারিজ

এদিকে নিউইয়র্কে ‘পহেলা বৈশাখ নববর্ষ' উৎসব ঘিরে ১১ই এপ্রিল ২০২৩ একটি মামলা হয়। ১৩ই এপ্রিল ২০২৩ শুনানী শেষে মহামান্য আদালত মামলাটি খারিজ করে দেন। বিস্তারিত জানা যায়নি। যতটুকু জানা যায়,

মামলাটি করেছেন (বাদী), ‘উই আর দি পিউপিল, আইএনসি। মামলার তারিখ ১১ই এপ্রিল রাতে। ইন্টারনেটের মাধ্যমে পিটিশনটি দায়ের করা হয়। বিবাদী হচ্ছেন, এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আইএনসি, শাকিল চৌধুরী এবং বিশ্বজিৎ সাহা। মামলার ইনডেক্স নাম্বার: ৭০৭৫৫৭/২০২৩। মামলাটি হয়েছে: সুপ্রিমকোর্ট অফ দি ষ্টেট অফ নিউইয়র্ক, কুইন্স কাউন্টি। বাদীপক্ষ রমজানের পবিত্রতা রক্ষায় এ আর্জি পেশ করেন। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড পক্ষে মহামান্য আদালতকে বাঙ্গালী নববর্ষের তাৎপর্য তুলে ধরা হয়। আদালত সবকিছু শুনে মামলা খারিজ করে দেন্।

উল্লেখ্য, এনআরবি ওয়ার্ল ওয়াইড আয়োজিত ‘মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলা’ অনুষ্ঠিত হচ্ছে ১৪ই এপ্রিল ও ১৫ই এপ্রিল শুক্র ও শনিবার। শুক্রবার সকাল ৬-৮টা ম্যানহাটনের টাইম্স স্কয়ারে ‘শতকণ্ঠে বাংলা বর্ষবরণ’ এবং শনিবার সকাল ৭টা থেকে রাত ১০টা জ্যাকসন হাইট্সের ডাইভার্সিটি প্লাজায়।

লেখক : আমেরিকা প্রবাসী।

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test