E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লুটপাট-নির্ভর আর্থরাজনীতির কুফল

২০২৩ জুন ২৭ ১০:৩৭:৫০
লুটপাট-নির্ভর আর্থরাজনীতির কুফল

আবীর আহাদ


বিভিন্ন দলের সুবিধাবাদী নেতাকর্মী, রাজাকার, দুর্নীতিবাজ লুটেরা ও প্রতারকরা হলো সমাজ ও দেশের আবর্জনা। তাদেরকে অর্থের বিনিময়ে রাজনৈতিক দল, এমনকি সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করে দলভারি করার মানে এই নয় যে, তারা যোগদানকৃত, রাজনৈতিক দলের আদর্শ উদ্দেশ্য ও লক্ষ্যের প্রতি আকৃষ্ট ও আস্থাহীল হয়ে এসেছে। তারা এসেছে মূলত: অর্থ বিনিয়োগ করে সুদে-আসলে কয়েক লক্ষ গুণ উসুল করে উদরপূর্তি করার জন্যে। আর এ উদরপূর্তি করার জন্যে তারা নতুন করে দলের হাইকমান্ড ও তাদের আত্মীয়স্বজনকে উপযুক্ত কমিশন দিয়ে থাকে। ফলে এ প্রক্রিয়ায় তারা লুটপাট ও অপরাধ করেও ক্ষমতাসীনদের আশ্রয়ে প্রশ্রয়ে ও পৃষ্ঠপোষকতায় নিরাপদ থাকে। এভাবে দেশের রাজনীতি, জাতীয় আদর্শ ও আর্থসামাজিক ক্ষেত্রে বিপর্যয় নেমে এলেও তখন ক্ষমতাসীনদের পক্ষে তাদের নিয়ন্ত্রণের ক্ষমতা থাকে না। 

দেশের মধ্যে শুরু হয় রাজনৈতিক প্রতিহিংসা ও জন-অসন্তুষ্টি। চারিদিকে অশান্তির বাতাস উঠে এলে জনজীবন অস্থির হয়ে পড়ে। প্রশাসন দুর্বল হয়ে পড়ে। আর এ সুযোগটি গ্রহণ করে লুটেরা শিল্পপতি-ব্যবসায়ীরা নানান সিন্ডিকেট তৈরি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি করে বিপুল মুনাফা লুটে নেয়। এ প্রক্রিয়ায় দেশের মধ্যে চরম হানাহানি সৃষ্টি হয়। সুযোগ গ্রহণ করে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশবাদী মোড়লেরা। আর এভাবেই আদর্শহীন হাইব্রিড ও লুটেরানির্ভর আর্থরাজনীতির কুফলে পতিত হয়ে দেশটি ধ্বংসের দিকে ধাবিত হয়। এসব কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ বা দলের অজানা কিছু নেই। প্রয়োজন শুধু শুভবুদ্ধি, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হওয়া।

লেখক : সভাপতি, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ।

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test