E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কিছু প্রশ্ন

২০২৩ জুলাই ২৭ ১৭:৪১:৩২
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কিছু প্রশ্ন

আবীর আহাদ


মার্কিন যুক্তরাষ্ট্রে কি স্বাধীনতাবিরোধী ধর্মান্ধ অপশক্তির অস্তিত্ব আছে? সে দেশে কি এসব অপশক্তিকে রাজনীতি করার অধিকার দেয়া হয়? সে দেশের কোনো নাগরিক কি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা জর্জ ওয়াশিংটন, অন্যান্য জাতীয় নেতা, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ও জাতীয় সংবিধান অস্বীকার ও অবমাননা করতে পারে? মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশে কোন শাসন পদ্ধতি চলবে, কোন রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিমালা অনুসরণ করবে, কে ক্ষমতায় আসবে-যাবে এসব নিয়ে কি ভিন্ন কোনো দেশের হস্তক্ষেপ বা খবরদারি বরদাস্ত করে?

সবগুলো প্রশ্নের উত্তর যদি 'না' হয়, তাহলে কেন্ তারা গণতন্ত্র ও মানবাধিকারের দোহাই তুলে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করছে? বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশটি কীভাবে কোন পদ্ধতিতে পরিচালিত হবে, কোন রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিমালা অনুসরণ করবে, কারা বা কোন দল ক্ষমতায় যাবে- সেসব নির্ধারণে করবে এদেশের জনগণ এবং জাতীয় সাংবিধানিক আইন।

সুতরাং আন্তর্জাতিক কূটনীতিক শিষ্টাচার সম্বলিত ভিয়েনা কনভেনশনের নিয়ম-নীতি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত কতিপয় রাষ্ট্রের স্বাধীন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ না করার আহ্বান জানাচ্ছি।

লেখক : চেয়ারম্যান, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ।

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test