E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমার বন্ধু জুয়েল

২০২৩ আগস্ট ০৪ ১২:০০:৪৩
আমার বন্ধু জুয়েল

সঞ্জীব সাহা


প্রায় ১৭ বছর পরে বাল্যবন্ধু জুয়েলের সাথে যখন দেখা হোল তখন সে মানসিক ভাবে বিদ্ধস্ত, বিপর্যস্থ। ২০২১ সালের নভেম্বরে সেই আমাদের আগের জায়াগাতেই, মানে ফরিদপুরে দেখা জুয়েলের সাথে। সবে মাত্র জুয়েল ও তন্নী (আমাদের বৌদি) আবিস্কার করেছে যে তারা কত বড় প্রতারনার ফাঁদে পড়েছিলো। বন্ধুরূপে শয়তান তারই ঘরে বসে, তার রান্না করা সুস্বাদু খাবার খেয়ে, তার সারা জীবনের সঞ্চয় হাতিয়ে নিয়েছে। আমাদেরই আরেক সহপাঠিনি মৃদুলা কানাডায় ইমিগ্রেশনের কথা বলে জুয়েলের পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। নিজের বন্ধুর কাছে প্রতারনাই যেন জুয়েলের কাছে বেশি বড় আঘাত ছিলো। যাকে নিজের পরিবারের আরেকজন ভেবে নিজের ঘরে আশ্রয় দিয়েছে, দিন-রাত আড্ডা দিয়েছে, আনন্দ করেছে, সেই সুখস্মৃতিগুলোই বেশি কুড়ে কুড়ে খাচ্ছিলো ওদের। সাথে তো সব সঞ্চয় হারিয়ে, চাকরি ছেড়ে দিয়ে পরিবার নিয়ে সীমাহীন অনিশ্চয়তায়।

সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে ওরা। গত দেড় বছরে সকল প্রকার প্রস্তুতি নিয়ে, সকল যোগ্যতা অর্জন করে, বৈধ চাকরি নিয়ে ওরা যুক্তরাজ্যে এসেছে। এর জন্য যে কি পরিমান মানসিক জোড় ও সংকল্পবদ্ধতা (ডিটারমিনেশন) লাগে তা শুধুমাত্র যারা ঐ অবস্থা থেকে যারা উঠে এসেছে তারাই জানে। আমি কিছুটা জানি কারন গত দেড়টি বছর আমি খুব কাছে থেকে এই দম্পতিকে পর্যবেক্ষন করার সুযোগ পেয়েছি। শত ঘন্টার ফোনালাপে আমি একটু একটু করে জানতে পেরেছি এদের মানসিক শক্তির খবর। চিতাভষ্ম থেকে ফিনিক্স পাখির মতন ওদের আমি আবার নীল দিগন্তে উঁড়তে দেখছি। একটি মাত্র বাক্য - কাকা তুমি কানাডা বাদ দিয়ে লন্ডনে আসো, আমি যতটুকু পারি সাহায্য করবো। প্রায় বিদ্ধস্ত মানসিকতা নিয়ে সেই এক কথার উপর ভিত্তি করে যে যাত্রা, তার খবর জানে শুধু বুড়ো বটগাছটি, আর দূর আকাশের ধেঁড়ে চিল।

সোমবার সন্ধ্যায় যখন ওদের সাথে পূর্ব লন্ডনে দেখা হোল, প্রায় ১৮ ঘন্টার বিমান ভ্রমনের ক্লান্তি ছাপিয়ে যে প্রশান্তি আমি পুরো পরিবারের চোখে-মুখে দেখেছি তা মনে হয় শুধু নন্দনকাননেই দেখা যায়। ভালোবাসার মানুষগুলো যখন শক্ত করে একে অপরের হাত ধরে, কাঁধটি বাড়িয়ে দেয় মাথা রাখবার জন্য, তখন যে কোন ধ্বংসস্তুপও স্বর্গে পরিনত হয়। আমরাই ভালোবেসে এই ধরাধামকে বেহেস্ত বানাই, আবার আমরাই ঘৃণা, প্রতারনার মাধ্যমে এই পৃথিবীতে নরক নামিয়ে আনি। আমার বন্ধু জুয়েল ভালোবেসে স্বর্গ নিয়ে এসেছে।

লেখক: লন্ডন প্রবাসী।

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test