E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গা পূজার পর

২০২৩ অক্টোবর ৩১ ১৬:১০:২১
দুর্গা পূজার পর

শিতাংশু গুহ


দুর্গাপূজা শেষ হলো। দেশে সাড়ম্বরে শান্তিপূর্ণভাবে পূজা হয়েছে। এজন্যে সরকারকে ধন্যবাদ। আর সরকারকে ধন্যবাদ দিতে হবে কেন, এটি সরকারের দায়িত্ব। তবু ধন্যবাদ দিতে অসুবিধা নেই! দুর্গাপূজায় শান্তির প্রশ্ন ওঠে কেন? ঈদে তো ওঠেনা! ২০২২’র পূজা শান্তিপূর্ণ হয়েছিলো, ২০২১শে অশান্তির আগুনে ১৮টি জেলায় হিন্দুরা আক্রান্ত হয়েছে। রানা দাশগুপ্ত বলেছেন, সরকার চাইলে পূজা শান্তিপূর্ণ হবে, না চাইলে হবেনা। সরকার চেয়েছে তাই পূজা শান্তিপূর্ণ হয়েছে। অনেকদিন আগে জ্যোতি বসুকে জিজ্ঞাসা করা হয়েছিলো যে, আপনার আমলে সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি কেন? তিনি উত্তর দিয়েছিলেন, ‘আমার সরকার দাঙ্গা চায়নি’। ২০২২/২০২৩ শান্তিপূর্ণ পূজা প্রমান করে সরকার চাইলে পূজায় অশান্তি হয়না। এর মানে কি রামু থেকে কুমিল্লা পর্যন্ত হিন্দুর ওপর যত আক্রমন হয়েছে সরকার তা চেয়েছিলো? বলা কঠিন, তবে ১৯৯২ দাঙ্গা এরশাদ সরকার করিয়েছে তা সবার জানা। 

বাংলাদেশে মূর্তিভাঙ্গা জানান দেয় দুর্গাপূজা এসেছে। এবারো বেশ ক’জায়গায় ভেঙ্গেছে, তবে ব্যাপক নয়? পূজা এলে মিডিয়া প্রায়শঃ হেডিং করে, ‘রাতের অন্ধকারে প্রতিমা ভাঙ্গচুর’। সামাজিক মাধ্যমে একজন ঠাট্টা করে বলেছেন, ‘রাতে ভেঙ্গেছে, দিনে তো ভাঙ্গেনি’? দিন আসছে, দিনেও ভাঙ্গবে? ভারত চাঁদে রকেট পাঠিয়েছে, এ সংবাদ শুনে পাকিস্তান বলেছে, ‘আমরা সূর্য্যে রকেট পাঠাবো’। একজন বললেন, সূর্য তো প্রচন্ড গরম, সেটা কিভাবে সম্ভব? পাকিস্তান বলেছে, ‘সেজন্যেই আমরা রাতে পাঠাবো’। বাংলাদেশ ও পাকিস্তানে এখন ধর্মের বাড়বাড়ন্ত, সুতরাং মূর্তি ভাঙ্গবে, সংখ্যালঘুরা নির্যাতিত হবে, এটিই স্বাভাবিক। সরকার শনিবার ফিলিস্তিনিদের জন্যে শোক পালন করলেন, অথচ সেদিন দুর্গাপূজা ছিলো। এবার নিউইয়র্কে ২৩টি দুর্গাপূজা হয়েছে। বাংলাদেশে হিন্দু কমছে, কিন্তু পূজা বাড়ছে। হিন্দু কমছে বললে অনেকে ‘মাইন্ড’ করেন?

ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপ-পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান ‘আযান ও নামাজের সময় পূজামণ্ডপে বাদ্যযন্ত্র ও মাইক ব্যবহার নিয়ন্ত্রণ রাখা প্রসঙ্গে একটি সার্কুলার দিয়েছেন। বলা হয়েছে, ৯ই অক্টবর জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয় যে, আযান ও নামাজের সময় পূজা মণ্ডপে মাইক ব্যবহার নিয়ন্ত্রণ রাখার ব্যবস্থা করতে হবে’। পুরো বাংলাদেশের চিত্র একই? এখন বলা হচ্ছে, এটি অনুরোধ। আগেকার দিনে সম্রাট যদি কোন মেয়েকে দেখে প্রশংসা করে বলতেন, ‘আপনার মেয়েটি বেশ সুন্দরী’, এর অর্থ হচ্ছে মেয়েটিকে আপনার দিয়ে দিতে হবে, অথবা উঠিয়ে নেয়া হবে। সরকারি অনুরোধ অনেকটা ঐরকম? বলছিলাম কি ভাই, হিন্দুদের তো মাত্র বছরে ৫দিন্, সহ্য করুন না, দেশে মানুষ দিনে ৫বার, ৩৬৫দিন সহ্য করছে?

দুর্গাপূজা-কে ইউনিস্কো আগেই ‘ইন্টেন্জিবল কালচারাল হেরিটেজ’ হিসাবে স্বীকৃতি দিয়েছে, এবার স্বীকৃতি স্বরূপ ইউনিস্কো একটি স্মারক মুদ্রা প্রকাশ করেছে।

আমাদের ওয়াশিংটন দূতাবাস এবার দুর্গাপূজা উপলক্ষে একটি কার্ড প্রকাশ করেছে, এটি ভাল উদ্যোগ। রাষ্ট্রদূত মুহম্মদ ইমরান স্বাক্ষরিত এ কার্ডে লেখা, ‘হ্যাপি দুর্গাপূজা’। তাঁকে ধন্যবাদ। কিছুকাল আগে, নিউইর্য়ক কনসাল জেনারেল শামীম সাহেব এমত একটি শুভেচ্ছা কার্ড প্রকাশ করেছিলেন। বলছিলাম, এমত শুভেচ্ছা বিনিময় নিজেদের মধ্যে সমন্বয় বাড়ায়। দিওয়ালি আসছে, নিউইয়র্ক মেয়র এরিক এড্যামস এবং নিউইয়র্ক ষ্টেট এসেম্বলিওমেন জেনিফার রাজকুমার ৫দিনের একটি কর্মসূচি ঘোষণা করেছেন। ভাবছিলাম, বাংলাদেশে মেরে-কেটে খেদানোর পরও প্রায় ১০% সংখ্যালঘু আছেন, নিউইয়র্কেও আমরা সংখ্যালঘু, সংখ্যাটা একেবারে নগন্য? অথচ তফাৎটা চোখে পরে?

লেখক : আমেরিকা প্রবাসী।

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test